১৮ এপ্রিল ২০২৪ / ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৭:৫২/ বৃহস্পতিবার
এপ্রিল ১৮, ২০২৪ ৭:৫২ পূর্বাহ্ণ

মুস্তাক মুহাম্মদ এর শশীলতা কবিতাগুচ্ছ – ১২

     

 

মালাখানি রেখো

শশীলতা ভালোবাসার ফুল ফোটাতে

আমি ব্যর্থ মালী

দিবা নিশি যত্ন করেও ফোটাতে

পারিনি কলি

এখন শুধু মনের মাঝে হাতাশা

আমার দিয়ে হলো না ভালবাসা

তবু আমি প্রেমিক তুমি জেনো

ভালবাসার মালাখানি যতনে রেখো।

২৭/০৫/২০১৭, বাঁকড়া পাঁচপোতা, যশোর।

 

ভালো থেকো

শশীলতা ভালো থেকো -ভালো থেকো

ভালোই করেছো আমার ছেড়ে

ভালোবাসার ঘরে সিঁদ কেটে

অপরাধী হয়ে রইলাম তোমার চোখে।

যদি কখনো ভুল ভাঙে ফির এসো

শিশির টলমল ভালবাসা নিয়ে

লেপ্টে থেকো আমার বুকে-

তোমার জন্য রেখেছি যতনে

ভালোবাসার  একটি গোলাপ অন্তরে।

২৮/ ০৫/২০১৭, বাঁকড়া পাঁচপোতা, যশোর।

 

বাসা থাকত

শশীলতা আমার যদি বাসা থাকত

বাবুই পাখির মতো-

তোমার নিয়ে যেতো আমার দিন-

তবে আমি যে হীন!

তারিখ: ২৯/০৫/২০১৭,

বাঁকড়া পাঁচপোতা, যশোর।

 

তুমি পারতে

শশীলতা ভুলে তুমি ধরলে হাত ভুল মানুষের !

যার বুকেতে ভালবাসার অতল সাগর।

স্বার্থপর মানুষের মতো – ফুলের মধু

লুটে কি ভ্রমর থাকে ফুলে!

 

তোমার সোনা হাতের পরশে

রাখতে যদি বেঁধে একটু ভালবেসে তাহলে

আমি চাই না রাজ্য – চাই না রাজা হতে-

তোমার চোখে চোখ রেখে শুধু

প্রকাশ করতে চেয়েছি আমার অভিব্যক্তি-

ভালোবাসি ভালবাসি তোমার অনেক ভালবাসি।

 

আমি পারিনি!

তুমি তো পারতে……

ভালবাসার একটু পরশ দিতে?

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply