২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১:৪২/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ১:৪২ পূর্বাহ্ণ

বিনা পারিশ্রমিকে ধান কেটে দিলো আনোয়ারা ছাত্রলীগ 

     

মুহাম্মদ আমজাদ হোসেন
করোনাভাইরাস মহামারী ঠেকাতে চলমান লকডাউনের মধ্যে শ্রমিক সংকটে পড়া কৃষকের সহযোগিতায় মাঠে নেমে ধান কাটছেন আনোয়ারা ছাত্রলীগের নেতাকর্মীরা।
রমজানের রোজা রেখে তীব্র রোদের ভ্যাপসা গরমে মাঠে নেমে কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিচ্ছেন তারা। এতে শ্রমিক সংকটে থাকা দরিদ্র কৃষকরা স্বস্তির নিঃশ্বাস ফেলছে।
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষকের পাশে দাঁড়ানোর জন্য তারা এই কর্মসূচি নিয়েছেন বলে জানিয়েছেন।
তারই ধারাবাহিকতায়, রবিবার ৩রা মে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহেরের নির্দেশে আনোয়ারা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা মিজানুর রহমান আসিফের নেতৃত্বে উপজেলা সদর ইউনিয়নের আমির হোসেন নামের এক অসহায় গরিব কৃষকের প্রায় ২শতাংশ বোরো ধান কেটে ঘরে তুলে দেন আনোয়ারা সরকারী কলেজ ছাত্রলীগ নেতাকর্মীরা।
এই সময় উপস্থিত ছিলেন আনোয়ারা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা মিজান উদ্দীন মিশু, আমির ফয়সাল, আরাফাত হোসেন, ইমতিয়াজ মাহমুদ, আতিক রাজ তুহিন, মিনহাজুর রহমান আকিব, হাবিবুর রহমান সাকিব, সাজ্জাদ হোসেন, খোকা সহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
আনোয়ারা কলেজ ছাত্রলীগ নেতা মিজানুর রহমান (আসিফ)বাংলা পোষ্ট বিডি কে বলেন- আমির হোসেন এর কল পেয়ে তাহের ভাইয়ের নির্দেশে আমরা তার ২শতাংশ ধান কেটে ঘরে দিয়ে আসছি।
আনোয়ারা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা মিজান উদ্দিন(মিশু) বলেন -তাহের ভাইয়ের নির্দেশে আমরা সবাই মাঠে কাজ করতে প্রস্তুত।যাদের ধান কাটতে হবে তারা আমাদের হট লাইনে জানাবেন। প্রতিটি ইউনিয়নে আমাদের কর্মীরা প্রস্তুত গরীব কৃষকদের পাশে দাঁড়াতে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply