২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১২:০৮/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ১২:০৮ পূর্বাহ্ণ

মানবতাবাদী ব্যাক্তিত্ব এম এ রশিদের ৪৬ তম জন্মদিন আজ বিভিন্ন মহলের শুভেচ্ছা

     

বিশেষ প্রতিনিধি

মানবতাবাদী ব্যাক্তিত্ব আনোয়ারা থানা আওয়ামী লীগের সিনিয়র সদস্য  এম এ রশিদ আজ থেকে ৪৫ বছর পূর্বে পশ্চিশ চাল গ্রামে এক মুসলিম পরিবারে এই দিনে জন্ম গ্রহণ করেন। আজ তাঁর ৪৬তম জন্মদিন।তিনি পশ্চিম চাল গ্রামের  মরহুম হাজি মতিউর রহমান ও আলহাজ্ব মাজমা খাতুনের সুপুত্র।   তারা ৫ ভাই দুই বোনের সংসার ।এমএ রশিদ ভাই বোনের মধ্যে ৫ম ।সাংসারিক জীবন তিনি বিবাহিত  এবং  দুই মেয়ে তিন ছেলের জনক। তিনি  ১৯৯৬  সালে পারভিন আকতারের এর সাথে শুভ বিবাহবন্ধনে আবদ্ধ হন।সংসার জীবনে তিনি সুখী।

তিনি মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুর ঘোর সমর্থক ও বাবুপুত্র ভুমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ মনোনিত থানা আওয়ামী লীগের সিনিয়র সদস্য।তিনি চট্টগ্রাম সমিতির আজীবন সদস্য।এ ছাড়া বহু সামাজিক ও সেবামূলক সংগঠনের সাথেও তিনি জড়িত।

চলমান  করোনা ভাইরাস জনিত দেশ ও দুনিয়ার এই ক্রান্তিকালে আনোয়ারার প্রত্যন্ত অঞ্চলে রোগী পরিবহণ সেবা , ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ, স্বাস্হ্য সুরক্ষা সরঞ্জাম বিলি করে তিনি বহু মানুষের প্রিয়জনে পরিণত হন।এসব কারণে তাঁর জন্মদিনে বিভিন্ন জন বিভিন্নভাব ফেসবুক , ফোনে ও ফুলে শুভেচ্ছা জানান । এই শুভেচ্ছা অব্যাহত আছে।অব্যাহত আছে তাঁর সেবাকর্মও।

   আবদুল আজিজ চাচা সম্বোধন করে, সাকিব আহমদ ভাই বলে,মোহাম্মদ মিজানুর রহমান হিরু শুভ জন্মদিন, আসিফুল ইসলামও শুভ জন্মদিন বলে এইভাবে আনোরারার বিভিন্ন প্রান্তের বিভিন্ন পেশা ও দলের লোকজন এমএ রশিদকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এই রিপোর্ট লেখাকালীন সময়ে আরো যারা শুভেচ্ছা জানান তারা হলেন  নবী হোসেন, আরিফ মইনউদ্দিন, মোহাম্মদ কায়সার উদ্দিন, আহাদুল ইসলাম, মনির উদ্দিন মইন, মুহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ জাহিদ চৌধূরী, সাজ্জাদ হোসেন,আবু হুরায়রা মাজেদ ,মোহাম্মদ খোকন, মিল্টন নাথ, মোহাম্মদ মোজাম্মেল হক আলী, তৌহিদুল ইসলাম হ্রদয়,সালাহ্ উদ্দীন সারো, মোহাম্মদ রুখুন, জাহেদুল আলম, তৈয়ব, মোহাম্মদ মনছুরুল হক, সুমন আশিক, ইয়াসিন বিন সৈয়দ, ইয়াছিন রাশেদ, মোহাম্মদ মনজু, মোহাম্মদ আবদুর রহমান, হাশেম রেজা, মোহাম্মদ জাবেদ, নাইফ নোমান, এম এয়ার মোহাম্মদ, জাবেদ তালুকদার, মোহাম্মদ কায়সার, এম. আব্দুর রহিম, মোহাম্মদ জসীম,বেড বয় কমল, মোহাম্মদ পারভেজ, প্রান্ত দত্ত আপন, মোহাম্মদ নঈম উদ্দিন জেআর, মোহাম্মদ নেজাম, মোহাম্মদ হাকিম, মনির উদ্দিন, রকি ভাই, মোহাম্মদ শওকত হোসেন, নুরুল হুদা চৌধুরী, আলাউদ্দিন খান, মুহাম্মদ আলমগীর তালুকদার , সাহাদত, এম এ মান্নান মান্নান, এম এ সবুর, মহিউদ্দিন ফারুক, দিদারুল ইসলাম চৌধুরী, আবদুল গফুর, জাহেদুল হাসান ইমন, মোহাম্মদ শহীদুল্লাহ, সোহেল শাহ, এস এম সাইফুল হোসেন , মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ শিহাব, এনামুল হক সুমন, তৌহিদুল ইসলাম, সাইফ উদ্দিন, এম ডি এইচ রাজু, মোহাম্মদ এরফান, মঈন উদ্দিন মঞ্জু, মোহাম্মদ মাহফুজ, মোহাম্মদ আতাউর রহমান, মোঃ সাইফুল হোসেন ছাহিম, ওয়াহিদুল ইসলাম, মোহাম্মদ আবদুস সাত্তার, মোহাম্মদ কামাল মেম্বার, মোহাম্মদ রাসেল সিটিজি, শহিদুল আলম সাজ্জাদ, ইলিয়াছ দিপু, জাবেদ বিন হাসান, মোহাম্মদ নাহিদ, নুরুল আবচার রুবেল, মোহাম্মদ ইমরান, ইসনান তাউসিফ, সাজ্জাদ হোসেন, রবিউল হোসেন, মোখতার জামাল, জসীম রায়হান, মোহাম্মদ ইকবাল আলম, বুরহান উদ্দিন, মোহাম্মদ রিপন চৌধুরী, মনির উদ্দিন খান, মোহাম্মদ তারেক হোসেন, মোহাম্মদ আজিজ কবীর, মোহাম্মদ মহিউদ্দিন, আল মারুফ, মনজুরুল আলম, মোহাম্মদ করিম, রাশেদ মনির ফয়সাল, সুজন চৌধুরী, ইলিয়াছ তাসকিন, এম কলিম , মুহামমদ সিরাজুল ইসলাম মুনিৱী, মোহাম্মদ মোখতার হোসেন, মোহাম্মদ সাইফুল, এস এম মুজিবুর রহমান, মোহাম্মদ হানিফ, পারভিন হাবিব, ঈদ্রিছ আজম বাদশা, মোহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান,এস এম সাইফুল, এম কলিম, নাঈম সাহেদ,শহিদ রনি, সোহেল আদনান,জসিম রাইয়ান, শিহাব, এম ডি ইমরান, মহিউদ্দিন ফারুকী, এম ডি হাকিম ও  মোহাম্মদ কামাল।

About The Author

শেয়ার করুনঃ