২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১০:১৬/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ১০:১৬ পূর্বাহ্ণ

পাবনায় করোনা উপসর্গে গৃহবধূর মৃত্যু   

     

আলাউদ্দিন হোসেন,পাবনা প্রতিনিধি
করোনার উপসর্গে পাবনার ঈশ্বরদীতে এক গৃহবধূর (৩৮)মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির গ্রামের বাড়ি উপজেলার বাবুপাড়া। শনিবার বিকালে রাজশাহী মহানগর খ্রিস্টিয়ান মিশনারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসমা খানম জানান, ৩৮ বছর বয়সী ওই গৃহবধূ গত ১০ দিন ধরে জ্বর, কাশি, গলাব্যথা, বমি ও শ্বাসকষ্টে ভুগছিল। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়। শুক্রবার (১ মে) তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখান থেকে শনিবার রাজশাহী মহানগর খ্রিস্টিয়ান মিশনারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টার দিকে তার মৃত্যু হয়। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব রায়হান জানান, মৃত গৃহবধূর পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। করোনা পরীক্ষার জন্য পরিবারের অন্যান্য সদস্যের নমুনা সংগ্রহ করা হবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply