২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১:৪৭/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ১:৪৭ পূর্বাহ্ণ

আমরা শ্রমিক

     

আলাউদ্দিন হোসেন  দুটো কবিতা
আমরা শ্রমিক খেটে-খাওয়া
ন্যায্য বেতন চাই
দেশের কাজে ঘাম ঝরানো
দুঃখ নাহি পাই ।
মালিক কথায় ওঠাবসা
মালিক কথায় চলি
বিত্তশালীর হাতে মোরা
না হই যেন বলি।
সারাবেলা খাটাখাটি
ঝরে দেহের ঘাম
ন্যায্য বেতন দাবি জানাই
করে সকল কাম।
মালিক যারা সুখে থাকে
আমরা কেন দুখে
সময়মতো ন্যায্য বেতন
তিনবেলা ভাত মুখে।
শ্রমের দাম
তোমরা যারা বিত্তশালী
দিও শ্রমের দাম
আমরা শ্রমিক আমরা মজুর
খেটে-খাওয়া কাম।
খেটে-খাওয়া দেহ মোদের
খাটাখাটি করি
দেশের তরে আমরা শ্রমিক
খেটেখুটে মরি।
অট্টালিকা বানাই মোরা
ফসল করি চাষ
আমরা শ্রমিক আমরা মজুর
খেটে-খাওয়া কাজ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply