২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:১৭/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ৮:১৭ অপরাহ্ণ

রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবা বিক্রি করতে এসে ধরা পড়ল পুলিশের হাতে

     

সাতকানিয়ায় ইয়াবা বিক্রি করতে এসে ধরা পড়ল এক রোহিঙ্গা যুবক। তাঁর কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে ৪শ ৮৫ পিস ইয়াবা।রোহিঙ্গা যুবকের নাম মোঃ সাদ্দাম প্রকাশ দোয়াইন্না (২২)।

মঙ্গলবার রাতে মাদক বিক্রির খবর পেয়ে গোপন সংবাদে উপজেলার বাজালিয়ার মাহালিয়ার আব্দুস ছাত্তারের চায়ের দোকান এলাকায় থানার উপপরিদর্শক (এসআই) আক্কাস আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ইয়াবাসহ রোহিঙ্গা যুবককে আটক করে। সাদ্দাম উখিয়ার বালু খালী রোহিঙ্গা শরণার্থী শিবিরে আশ্রিত নুর মোহাম্মদের ছেলে।

সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) আক্কাস আলী বলেন, বাজালিয়ার মাহালিয়া এলাকায় সাদ্দাম তাঁর এক আত্মীয়র বাসায় আসা-যাওয়া করে। এই সুবাদে ওই এলাকার মোঃ ফারুকের ছেলে মোঃ জাহেদসহ কিছু ছেলের সাথে তাঁর পরিচয় হয়। পরে আরো কয়েকজন মিলে মাহালিয়াসহ বিভিন্ন স্থানে সাদ্দাম ইয়াবা বিক্রি শুরু করে।

গত ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে মাদক বিক্রির খবর পেয়ে সহকারী  উপপরিদর্শক (এএসআই) সজীব মিয়াসহ পুলিশের একটি ফোর্স মাহালিয়ায় অভিযান চালিয়ে ৪শ ৮৫ পিস ইয়াবাসহ সাদ্দামকে আটক করা হয়। এব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply