২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:৩৩/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ৬:৩৩ অপরাহ্ণ

আবাসিক এলাকায় ফ্যাক্টরী কারখানা বন্ধের দাবীতে রমনা আবাসিক এলাকা কল্যাণ সমিতির প্রতিবাদ সভা

     

 

সরকারি নির্দেশ অমান্য করে নগরীর হালিশহর থানাধীন উত্তর আগ্রাবাদ রমনা আবাসিক এলাকায় বিস্কিট, ফ্যাক্টরী, বেকারী ও কারখানা নির্মাণ বন্ধের দাবীতে রমনা আবাসিক এলাকা কল্যাণ সমিতির উদ্যোগে এক প্রতিবাদ সভা আজ ১৭ নভেম্বর রবিবার বেলা ১২টায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি জহির উদ্দিন আহামদ চৌধুরী’র সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন ভূঁইয়া, সহ-সভাপতি মোঃ নুর আহমদ রানা, সাংগঠনিক সম্পাদক রোকশেদ খান, যুগ্ম সম্পাদক মোঃ আনিসুর রহমান, অর্থ সম্পাদক মোখলেছুর রহমান, প্রচার ও দপ্তর সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুছ চৌধুরী, সদস্য মোঃ ইলিয়াছ, মোঃ কবির লিয়াকত। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মোঃ হাবিবুর রহমান জিলানী, মোঃ আশরাফ আলী, এম মহসিন জামাল, কাজী মাসুদ হোসেন, মোঃ মাসুদ লতিফ প্রমুখ। প্রতিবাদ সভা শেষে সংগঠনের পক্ষ থেকে পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ জানানো হয়। এ বিষয়ে প্রতিবাদের অংশ হিসাবে গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে।

বক্তারা বলেন- আবাসিক এলাকায় কোন ধরনের কারখানা, ফ্যাক্টরী, না করার ব্যাপারে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা থাকার পরও জোরপূর্বক একটি গোষ্ঠী রমনা আবাসিক এলাকায় কারখানা নির্মাণের কাজ শুরু করেছে। এমন কর্মকান্ড আমাদের আবাসিক এলাকা এবং জনসাধারণের ব্যাপক ক্ষতির আংশকা করছি এবং এতে করে পরিবেশের বিপর্যয় ঘটবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply