২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৭:২৮/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ৭:২৮ পূর্বাহ্ণ

পাখির ধাক্কায় ‘ময়ূরপঙ্খী’র জরুরি অবতরণ

     

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ‘বার্ড হিটে’ (পাখির আঘাত) জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ময়ূরপঙ্খী।জানা গেছে, ফ্লাইট নাম্বার বিজি ০৮৪ সকাল ৮টা ২৫ মিনিটে ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা করে। কিন্তু পাখির আঘাতে তা ৯টা ২০ মিনিটে জরুরি অবতরণ করে। পরে সব যাত্রীকে সাড়ে ১০টার একটি বিশেষ এয়ার ক্রাফটে সিঙ্গাপুর পাঠানো হয়।

জানা গেছে, ‘বার্ড হিট করায় উড়োজাহাজটি ফিরে এসেছে এবং পরীক্ষা-নিরীক্ষা করার জন্য বিমানের হ্যাঙ্গারে পাঠানো হয়েছে। ফ্লাইটে ১৪৫ জন ইকোনমিক ও  ১১ জন বিজনেস ক্লাসের যাত্রী ছিলেন।’ এ ছাড়া বিমানটিতে সাত জন ককপিক ও কেবিন ক্রু ছিলেন বলে তিনি জানান।এর আগে গত ৩ জুন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চট্টগ্রাম হয়ে কক্সবাজারগামী একটি উড়োজাহাজ একই কারণে জরুরি অবতরণ করে। উড্ডয়নের পর পাখির সঙ্গে ধাক্কা লাগায় উড়োজাহাজটি জরুরি অবতরণ করে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply