২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ২:৫৭/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ২:৫৭ অপরাহ্ণ

লামায় দেশীয় অস্ত্রসহ রোহিঙ্গা নাগরিক আটক

     

লামা সংবাদদাতা : ৭ অক্টোবর
লামা উপজেলার লুলাইন বাংলা বাজার থেকে দেশীয় একটি কাটা বন্দুক ও দারালো অস্ত্রসহ এক রোহিঙ্গা নাগরিক আটক। সোমবার লুলাইন সেনা ছাউনির সদস্যরা, কেয়াজুপাড়া পুলিশসহ অভিযান চালিয়ে আবুল হোসেন (৩২) নামের এই যুবককে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশে সোপর্দ করা হয় বলে জানাগেছে।
স্থানীয় মুরুং সম্প্রদায়ের লোকেরা জানান, একটি প্রভাবশালী গ্রুপ মরুংদের ভূমি দখল করার উদ্দেশ্য রোহিঙ্গাদেরকে সেখানে আশ্রয় দিচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে এক মুরুং নেতা জানান, ওই এলাকায় প্রায়ই অপরিচিত লোকদের দেখা যায়; যাদের স্থানীয়রা চেনেনা। এসব রোহিঙ্গা অস্ত্রবাজরা যে কোন অপকর্ম করে স্থানীয়দেরকে ফাঁসাতে পারে।
সোমবার সকালে লুলাইন ক্যাম্প কমান্ডার ওয়ারেন্ট অফিসার মুকিত এর নেতৃত্বে সেনা-পুলিশ যেীথাভিযান করে অস্ত্রসহ এই রোহিঙ্গা নাগরিককে আটক করে। জানাগেছে জিজ্ঞাসাবাদের পর ধৃতকে সরই ক্যায়াজুপাড়া পুলিশকে হস্তান্তর করা হয়। বিষয়টি সংশ্লিষ্ট সূত্র নিশিচত করেছেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply