৬ মে ২০২৪ / ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৪:১৬/ সোমবার
মে ৬, ২০২৪ ৪:১৬ অপরাহ্ণ

বন্যায় কবলিত এলাকায় কৃষকের কৃষি ঋণ মওকুফ করার দাবিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

     

 

দক্ষিণ চট্টগ্রামের বন্যায় কবলিত ও শঙ্খ নদীর ভাঙ্গন এলাকা চন্দনাইশ ও সাতকানিয়ায় কৃষকের কৃষি ঋণ মওকুফ করার দাবিতে আজ  ৫ আগস্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের সভাপতি সৈয়দ এম. সাইফুদ্দিনের সভাপতিত্বে এক মানবন্ধন ও বাংলাদেশ কৃষি ব্যাংক খোদারহাট শাখার ম্যানেজার বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা কৃষক দলের সভাপতি মঞ্জুর আহমেদ, সাধারণ সম্পাদক শামসুল আলম, কর্ণফুলী থানা কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম, জেলা কৃষক দলের দপ্তর সম্পাদক নোমান ফারুকী, জেলা কৃষক দল সদস্য আব্দুল হামিদ, এমদাদ হোসেন আনসারী, স্থানীয় কৃষক দল নেতা মোঃ নাসির, মোজাম্মেল হোসেন, মোঃ কামাল হোসেন, মোঃ মহিউদ্দিন, আব্দুল জলিল, মোঃ এহসানুল করিম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বর্তমান বছরের বোরো মৌসুমে কৃষক ধানের ন্যার্য্য মূল্য পায়নি। ধানের উৎপাদন খরচ থেকে বিক্রয় মূল্য কম হওয়ায় কৃষক সর্বশান্ত হয়েছে এবং অধিক পরিমানে ঋণগ্রস্থ হয়েছে। যেখানে দু-বেলা দু-মুঠো ভাত যোগাড় করা দুঃসাধ্য, সেখানে ঋণ পরিশোধ করা একটা কঠিন ব্যাপার। এর মধ্যে বিষ পোড়ার মত বন্যা কৃষককে আকুল পাথারে বাসিয়ে দিয়েছে। ফসল নষ্ট, বাড়ী ঘর, গবাদি পশু পানির নিচে নিমজ্জিত হয়ে কৃষক এক অপূরণীয় ক্ষতির মুখোমুখি। কৃষক বিরোধী সরকার বরাবরের মত নির্বিকার। সরকারের গণবিরোধী নীতির কারণে কৃষক ধানের ন্যায্য মূল্য পায় না। কৃষকের শস্যের কোন বীমা নেই। ঋণের কোন সহজ লভ্যাতা নাই। তাই বন্যা কবলিত এলাকায় কৃষি ঋণ মওকুফের জোর দাবী জানাচ্ছি। জাতীয়তাবাদী কৃষক দল, কৃষক জনগণের স্বার্থে আন্দোলন করছে এবং এ আন্দোলন অব্যহত থাকবে।

About The Author

শেয়ার করুনঃ

অবৈধ ব্যাটারী রিকশা বন্ধ না করে প্যাডেল রিকশা বন্ধ করার গভীর ষড়যন্ত্র রুখে দিতে হবে চট্টগ্রাম মহানগরী রিক্সা মালিক চালক ঐক্য পরিষদের এক সভা আজ সন্ধ্যা ৭ টায় লালখান বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনের আহŸায়ক আব্দুল কাদের মজুমদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আমজাদ হোসেন হাজারী। প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা বাবু টিটু মহাজন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল জাহেদ জসিম, রিকশা মালিক পরিষদের সভাপতি মুহাম্মদ খুরশিদ আলম। সভায় বক্তারা বলেন, প্রশাসন উচ্চ আদালতের রায়কে অমান্য করে অবৈধ ব্যাটারী চালিত রিকশা বন্ধ না করে প্যাডেল রিকশা বন্ধ করার যে পাঁয়তারা চালাচ্ছে তা আগামী দিনে চট্টগ্রাম মহানগরী থেকে রিকশা উচ্ছেদের এক গভীর ষড়যন্ত্র। তাই আগামী দিনে চট্টগ্রাম মহানগরীর রিকশা মালিকদের এক প্রতিনিধি সভার ডাক দিয়ে পরবর্তী আন্দোলনের কর্মসূচি গ্রহণ করে এ ধরণের ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। বক্তারা আরও বলেন, প্রশাসন উচ্চ আদালতের রায়কে অমান্য করে চট্টগ্রাম মহানগরীতে অবৈধ ব্যাটারী চালিত রিকশা চলাচলে পরোক্ষভাবে সহযোগিতা করছে। আগামীতে এধরণের কর্মকাÐ রুখে দিতে আমরা আবারও উচ্চ আদালতের শরণাপন্ন হতে বাধ্য হব। তাই সময় থাকতে এ ধরণের অবৈধ ব্যাটারী চালিত রিকশা বন্ধ করার জন্য প্রশাসনের নিকট উদাত্ত আহŸান জানাচ্ছি। সভায় আরও বক্তব্য রাখেন-মহানগরী রিকশা মালিক পরিষদের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোস্তফা, সাংগঠনিক সম্পাদক তসলিম কোম্পানী, মোঃ করিম কোম্পানী, মোখলেচুর রহমান, সিটি রিকশা মালিক পরিষদের সদস্য মোঃ সোহাগ, মোঃ মহিবুল্লাহ, লিটন দাশ, মুহাম্মদ সোলায়মান প্রমুখ। অবৈধ ব্যাটারী রিকশা বন্ধ না করে প্যাডেল রিকশা বন্ধ করার গভীর ষড়যন্ত্র রুখে দিতে হবে চট্টগ্রাম মহানগরী রিক্সা মালিক চালক ঐক্য পরিষদের এক সভা আজ সন্ধ্যা ৭ টায় লালখান বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনের আহŸায়ক আব্দুল কাদের মজুমদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আমজাদ হোসেন হাজারী। প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা বাবু টিটু মহাজন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল জাহেদ জসিম, রিকশা মালিক পরিষদের সভাপতি মুহাম্মদ খুরশিদ আলম। সভায় বক্তারা বলেন, প্রশাসন উচ্চ আদালতের রায়কে অমান্য করে অবৈধ ব্যাটারী চালিত রিকশা বন্ধ না করে প্যাডেল রিকশা বন্ধ করার যে পাঁয়তারা চালাচ্ছে তা আগামী দিনে চট্টগ্রাম মহানগরী থেকে রিকশা উচ্ছেদের এক গভীর ষড়যন্ত্র। তাই আগামী দিনে চট্টগ্রাম মহানগরীর রিকশা মালিকদের এক প্রতিনিধি সভার ডাক দিয়ে পরবর্তী আন্দোলনের কর্মসূচি গ্রহণ করে এ ধরণের ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। বক্তারা আরও বলেন, প্রশাসন উচ্চ আদালতের রায়কে অমান্য করে চট্টগ্রাম মহানগরীতে অবৈধ ব্যাটারী চালিত রিকশা চলাচলে পরোক্ষভাবে সহযোগিতা করছে। আগামীতে এধরণের কর্মকাÐ রুখে দিতে আমরা আবারও উচ্চ আদালতের শরণাপন্ন হতে বাধ্য হব। তাই সময় থাকতে এ ধরণের অবৈধ ব্যাটারী চালিত রিকশা বন্ধ করার জন্য প্রশাসনের নিকট উদাত্ত আহŸান জানাচ্ছি। সভায় আরও বক্তব্য রাখেন-মহানগরী রিকশা মালিক পরিষদের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোস্তফা, সাংগঠনিক সম্পাদক তসলিম কোম্পানী, মোঃ করিম কোম্পানী, মোখলেচুর রহমান, সিটি রিকশা মালিক পরিষদের সদস্য মোঃ সোহাগ, মোঃ মহিবুল্লাহ, লিটন দাশ, মুহাম্মদ সোলায়মান প্রমুখ।

Leave a Reply