২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:০৯/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ৮:০৯ অপরাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী উৎসব

     

স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ব্যাপকভাবে পালনের লক্ষে বঙ্গবন্ধু একাডেমির কেন্দ্রীয় কমিটির আয়োজনে চট্টগ্রাম মহানগরীতে ‘জাতির পিতা বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উৎসব’ গঠিত হয়েছে। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল আজিম আরিফকে চেয়ারম্যান, বিএমএ’র চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের অধ্যাপক ডা: নাসির উদ্দিন মাহমুদকে মহাসচিব ও সাংবাদিক সৈয়দ দিদার আশরাফীকে প্রধান সমন্বয়কারী করে ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এ উপলক্ষ্যে এক প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন-গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ, লায়ন একে জাহেদ চৌধুরী, হেফাজত ইসলাম চৌধুরী, অধ্যক্ষ নজরুল ইসলাম খান, আলী আহমেদ শাহিন, এড. আশুতোষ দত্ত নান্টু, সৈয়দ দিদার আশরাফী, মাওলানা মো: মহিউদ্দিন আল কাদেরী, প্রণবরাজ বড়–য়া, শিল্পী দীপেন চৌধুরী, শিল্পী দিলীপ হোড়, হারুন রশিদ, বিপ্লব দাশগুপ্ত, মোহাম্মদ হোসেন মিন্টু, এনপি সাগর প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply