২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:৪৫/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ৭:৪৫ অপরাহ্ণ

বেলজিয়ামে মশিউর রহমান চৌধুরীকে সংবর্ধনা এবং দোয়া ও ইফতার মাহফিল

     

 

গত ২৭/০৫/২০১৯ বেলজিয়ামের স্থানীয় সন্ধ্যা ৮ ঘটিকার সময় বেলিজিয়াম আওয়ামী লীগের উদ্যোগে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের স্থানীয় একটি হলে বাংলাদেশ থেকে আগত চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মশিউর রহমান চৌধুরীর সম্মানে এক সংবর্ধনা ও পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি শহিদুল হক শহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভা পরিচালনা করেন যুগ্ম সম্পাদক দাউদ খান সোহেল। সদস্য হাসান আল মাসুদের সঞ্চালনায় দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে উপস্থিত ছিলেন- সর্ব ইউরোপীয় আওয়ামীলীগের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রচার সম্পাদক, বিশিষ্ট সংগঠক ও বেলজিয়াজম আওয়ামীলীগের অন্যতম উপদেষ্টা খোকন শরীফ, বাংলাদেশ থেকে আগত চট্টগ্রাম সি জে কে এস. এর কোষাধ্যক্ষ ও বিশিষ্ট ব্যবসায়ী সাহাবুদ্দিন জাহাঙ্গীর, বঙ্গবন্ধু পরিষদ বেলজিয়াম এর সাবেক সভাপতি ও উপদেষ্টা ড. ফারুক মির্জা, সহ সভাপতি বাবু বিধান দেব, সহ সভাপতি বাবু নিরঞ্জন চন্দ্র রায়, প্রচার সম্পাদক আখতারুজ্জামান, দপ্তর সম্পাদক রাউসুল ইসলাম রাসেল ও সদস্য হাসান আল মাসুদ, দিলরুবা বেগম, রানা মর্তুজা, আমির বাপ্পি, শাহিদা খানম রিতা, বেলজিয়াম যুবলীগ সভাপতি খালেদ মিনহাজ, সম্পাদক মোঃ আরিফ উদ্দিন সহ বেলজিয়ামের বিভিন্ন প্রান্ত থেকে আগত আওয়ামী পরিবারের সদস্য সদস্যাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বেশ কিছু শিক্ষার্থী ও বিভিন্ন বয়সের শিশু কিশোর উপস্থিত ছিলেন। এখানে আরো উপস্থিত ছিলেন বেলজিয়াম প্রথম বাঙালি কাউন্সিলর সর্বজন শ্রদ্ধেয় জনাব মোতাহের হোসেন চৌধুরী। প্রধান অতিথি মশিউর রহমান চৌধুরী ও সংগঠনের সভাপতির সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি টানা হয়। প্রধান অতিথির বক্তব্যে গত দশ বছরে দেশের অভাবনীয় উন্নয়নের সংক্ষিপ্ত বর্ণনা দিতে গিয়ে বলেন এই অসম্ভবকে সম্ভব করেছেন জননেত্রী শেখ হাসিনা। তার প্রচন্ড দেশপ্রেম নিরলস প্রচেষ্টা ও বলিষ্ট নেতৃত্বের মাধ্যমে এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে দেশে বিদেশে দলমত নির্বিশেষে যার যার অবস্থান থেকে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি দেশের স্বার্থে বেলজিয়াম আওয়ামীলীগের ধারাবাহিক বর্ণাঢ্য কর্মকান্ডের প্রশংসার পাশাপাশি এরূপ কর্মসূচি চালিয়ে যাবার জন্য অনুরোধ করেন এবং তাঁকে সংবর্ধনা প্রদানের জন্য বেলজিয়াম আওয়ামীলীগের সকলের প্রতি বিশেষ ভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। সভাপতি তার বক্তব্যে প্রধান অতিথিকে তার শত ব্যস্ততার মধ্যেও এই অনুষ্ঠানে যোগ দেয়ায় ও বিভিন্ন মূল্যবান পরামর্শ প্রদানের জন্য তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সার্বিক সহযোগিতা করে এই অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উপস্থিত সবার জন্য ইফতারী ও রাতের খাবার পরিবেশন করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply