১৬ মে ২০২৪ / ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১১:২৬/ বৃহস্পতিবার
মে ১৬, ২০২৪ ১১:২৬ পূর্বাহ্ণ

“শিশু অধিকার: প্রেক্ষিত হালের বাংলাদেশ ও আমাদের করণীয়” শীর্ষক সেমিনার ১লা মার্চ

     

 

বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল চট্টগ্রাম জেলা কমিটির আয়োজনে “শিশু অধিকার: প্রেক্ষিত হালের বাংলাদেশ ও আমাদের করণীয়” শীর্ষক সেমিনার আগামী ১ মার্চ ২০১৯, শুক্রবার সকাল ১০ টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী ড: হাছান মাহমুদ। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন- চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত থাকবেন- পিএইপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব সুফী মিজানুর রহমান, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সাবেক ডিআইজি মোস্তফা জামাল উদ্দিন আল-আজাদ, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি নাজিমুদ্দিন শ্যামল। সেমিনারে সভাপতিত্ব করবেন- বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল চট্টগ্রাম জেলার সভাপতি সৈয়দ নজরুল ইসলাম। মূল প্রবন্ধ পাঠ করবেন- নুর-ই-আকবর চৌধুরী। স্বাগত বক্তব্য রাখবেন- সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল। শুভেচ্ছা বক্তব্য রাখবেন- সংগঠনের সদস্য Higher dose of steroid does not improve outcomes in severe COVID-19 oxydrolone 50mg are military’s ‘four horsemen of pharma’ destroying veterans’ health? • children’s health defense রেহেনা চৌধুরী ও ইঞ্জিনিয়ার ফারুক হোসেন। উক্ত অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবছার উদ্দিন অলি সকলকে আহ্বান জানিয়েছেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply