৮ মে ২০২৪ / ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৬:২৩/ বুধবার
মে ৮, ২০২৪ ৬:২৩ পূর্বাহ্ণ

চন্দনাইশে নাজিম উদ্দিনের ৬ষ্ঠ ঈছালে সাওয়াব মাহফিল 

     

মহানবী হযরত মুহাম্মদ (দ.)’র আদর্শ অনুস্বরণের মাধ্যমে মানবজাতির শান্তি ও কল্যাণ নিশ্চিত হতে পারে। প্রকৃত মুমিন হতে হলে রাসুল (দ.) কে নিজের প্রাণের চেয়ে অধিক ভালোবাসতে হবে। মানুষ মরণশীল, তাই জন্ম মাত্র মৃত্যু অনিবার্য। অর্থাৎ মৃত্যুকে জয় করতে হলে এমন কিছু কাজ করে যেতে হয় যাতে মানুষ মরলেও অমর হয়ে থাকে। সমাজসেবী, শিক্ষানুরাগী, ধর্মভীরু মরহুম নাজিম উদ্দিন (রহ.) একজন সৎ, নিষ্টবান সমাজসেবক ছিলেন। তিনি ধর্মীয় ও মানবকল্যাণকর বহু কাজ করে গেছেন। আজও তাঁর রেখে যাওয়া আদর্শ স্মৃতি বহন করে চলেছে অত্র এলাকাবাসী। গত ২ ফেব্রুয়ারি শনিবার চন্দনাইশ পশ্চিম কেশুয়া পূর্ব পাড়া জামে মসজিদ ময়দানে গাউসিয়া কমিটি চন্দনাইশ উপজেলা শাখার উপদেষ্ঠা, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, মরহুম আলহাজ্ব নাজিম উদ্দিনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খত্মে বোখারী ও আজিমুশ্শান মিলাদুন্নবী (দ.) মাহফিল চট্টগ্রাম নেছারিয়া কামিল এম.এ মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা শাখাওয়াত হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন পটিয়া সাঁইদার গাউসিয়া তৈয়্যবিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা শাহ্ খলিলুর রহমান নিজামী। প্রধান আলোচক ছিলেন ঢাকা দারুল নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা মুফতি মুহাম্মদ ওসমান গণী সালেহী। বিশেষ আলোচক মাওলানা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রেজভী। মাওলানা মুহাম্মদ জোনাইদ আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল হক হক্কানী, নাজিম এন্ড কোম্পানির ব্যাবস্থাপনা পরিচালক মুহাম্মদ মঈন উদ্দিন রুপন, মাওলানা ইসহাক, মাওলানা আবুল বশর, মাওলানা শমসুল হক, মাওলানা জামশেদুল আলম, মাওলানা সাহাব উদ্দিন, আলহাজ্ব এ.টি.এম খুরশেদুল ইসলাম, মোহাম্মদ কামরুল হাসান, আলহাজ্ব হুমায়ুন কবির, মোহাম্মদ আসিফ, মো. রাকিব প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply