২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৩:২৩/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ৩:২৩ অপরাহ্ণ

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এর সংবর্ধনা আজ

     

চট্টগ্রামের আনোয়ারা – কর্ণফুলী আসন থেকে নির্বাচিত সাংসদ সাইফুজ্জামান চেীধুরী জাবেদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় দক্ষিন চট্টগ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। স্বাধীনতা পরবর্তী সময়ে দক্ষিন চট্টলার মানুষ আওয়ামী লীগ থেকে প্রথম বারের মত একজন পূর্ণ মন্ত্রী পেয়েছেন, এই আনন্দের সাথে মিলিত হয়েছে তাদের প্রিয় নেতা, দেশ বরেণ্য রাজনীতিবিদ মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু’র সুযোগ্য সন্তান ভূমি মন্ত্রী হিসেবে এ দায়িত্ব পেয়েছেন। তাই আনন্দের মাত্রাটা আরো অধিক বলে মন্তব্য করছেন অনেকেই। মন্ত্রীর নিজ আসনের দুই উপজেলা আনোয়ারা ও কর্ণফুলীতে তাঁর সংবর্ধনাকে ঘিরে সাজ সাজ রব পরিলক্ষিত হচ্ছে। নানান রং ও সাইজের সংবর্ধনার ব্যানারে ছেয়ে গেছে শাহ আমানত সেতু হতে চাতুরী চৌমুহনী হয়ে আনোয়ারা উপজেলা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সমূহে। আনোয়ারা ও কর্ণফুলি উপজেলা আওয়ামীলীগ এ সংবর্ধনার আয়োজন করেছে। কেইপিজেড গেইট চত্বরে সুসজ্জিত বিশাল আকৃতির সংবর্ধনা মঞ্চ ও প্যান্ডেল তৈরীর কাজ সু-সম্পন্ন করা হয়েছে ইতি মধ্যেই। গতকাল বৃহষ্পতিবার বিকেলে অনুষ্ঠানের স্থান পরিদর্শন করেছেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল মালেক ও চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্র লীগের সাবেক আহ্বায়ক মো. ফারুক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আলী আকবর, সাবেক জেলা ছাত্রলীগ নেতা শিমুল বড়ুয়া, আনোয়ারা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আলী আব্বাস, কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবিদ হোসেন, আনোয়ারা উপজেলা যুবলীগের সহ সভাপতি সন্তোষ নন্দী, ছাত্রনেতা ওসমান আলী লিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ। আজ  শুক্রবার দুপুর দুইটায় অনুষ্ঠিতব্য এ সংবর্ধনা সভায় বক্তব্য রাখবেন সংবর্ধেয় মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সহ, দক্ষিন চট্টগ্রামে নির্বাচিত সকল সংসদ সদস্যবৃন্দ, জেলা ও উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply