১৭ মে ২০২৪ / ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৫:০৩/ শুক্রবার
মে ১৭, ২০২৪ ৫:০৩ অপরাহ্ণ

পতেঙ্গা শ্যামা সংঘের উদ্যোগে শুভ মহালয়া উদযাপন

     

আসন্ন শারদীয়া দূর্ঘাৎসব কে সাদরে বরণে নগরীর উত্তর পতেঙ্গাস্থ ৪০নং ওয়ার্ডের কাটগরস্থ হিন্দুপাড়া পতেঙ্গা শ্যামা সংঘের উদ্যোগে শুভ মহালয়া উদযাপনে কর্মসূচি পালনে শ্মশান সিব কালি মন্দির প্রাঙ্গণে ৮ অক্টোবর সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়।
শারদীয় দূর্গাৎসব কমিটির সভাপতি লিটন চৌধুরীর সভাপতিত্বে এবং সাঃ সম্পাদক সুমন দেবের সঞ্চালনায়ে শুভ মহালয়া উদযাপনে কর্মসূচি উদ্বোধনে সম্মানিত অতিথি ছিলেন সিব কালি মন্দির পরিচালনা সভাপতি সাধন নন্দী,সাঃসম্পাদক মিন্টু চৌধুরী। এসময় আলো উপস্থিত ছিলেন নিমূল ভৌমিক,অসিত চৌধুরী,তাপস চৌধুরী,কাজল চৌধুরী এবং নয়ন দত্ত সহ পূজা কমিটির সদস্যবৃন্দ।
মহালয়া উদযাপনে কর্মসূচিতে চন্ডীপাঠ,বস্ত্রদান-বিনামূল্যে রক্তের গ্রুফ-ডায়বেটিকস পরীক্ষা,ধর্মীয় সংগীতানুষ্ঠানও মায়ের আগমনী বার্তা জানান।
মহালয়ার আলোচনা সভায় বক্তারা বলেন,শরৎ আলোয় আলপনয়-দীপিত ভাবনার চেতনায় দেবী পক্ষের শুভ আগমনী বার্তা মাতৃকুলে পৌছে দেওয়ার প্রাণন্তর চেষ্টায় ভক্ত সাধনের মা দূর্গাকে বরণে সাজ সাজ তৎপর। বস্ত্রদান ও বিনামূল্যে রক্তের গ্রুফ-ডায়বেটিকস পরীক্ষা কর্মসূচি শেষে রাতে ধর্মীয় সংগীতানুষ্ঠান পরিবেশিত হয়॥
এর আগে গত ৩ অক্টোবর বিকেলে সভাপতি লিটন চৌধুর সভাপতি , সুমন দেব সাঃ সম্পাদক এবং নয়ন দত্ত কে অর্থ সম্পাদক কওে ১০১ সদস্য বিশিষ্ট পূজা উদযাপন কমিটি ঘোষনা করা হয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply