৩ মে ২০২৪ / ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১১:৩৫/ শুক্রবার
মে ৩, ২০২৪ ১১:৩৫ পূর্বাহ্ণ

ঈদ শুভেচ্ছা বিনিময়কালে আল্লামা এম এ মান্নান

     

 

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান বলেন, সব দলের অংশগ্রহণের ভিত্তিতে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির মাধ্যমে নির্বাচন কমিশনকে প্রকৃত অর্থেই স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে মাথা তুলে দাঁড়াতে হবে। কোন বিশেষ দলের চাটুকারিতা করা পূর্বোক্ত অনেক নির্বাচন কমিশন ও কমিশনার ইতিহাসের আস্তাকূঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। এখান থেকে বর্তমান কমিশনকে শিক্ষা নিয়ে নিরপেক্ষ ভূমিকা বজায় রাখার প্রচেষ্টা চালাতে হবে এবং নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের অনুশীল করতে হবে। আজ সকালে নগরীর কুলগাঁওস্থ বাসভবনে দলীয় নেতাকর্মিদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি উপর্যুক্ত মন্তব্য করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার সচিব মাওলানা রেজাউল করিম তালুকদার, চট্টগ্রাম মহানগর উত্তর ইসলামী ফ্রন্ট সভাপতি মুহাম্মদ নঈম উল ইসলাম, মাওলানা শিব্বির আহমদ ওসমানী, আবু নাছের মুহাম্মদ তৈয়ব আলী, মাওলানা মুহাম্মদ মহিউদ্দীন, সৈয়দ মুহাম্মদ এনামুল হক, মুহাম্মদ শফিউল আলম, মাওলানা আমিন উল্লাহ, মাওলানা আরিফুর রহমান, লিয়াকত আলী, আবদুর রহিম, জামাল উদ্দীন খোকন, মুহাম্মদ সেলিম, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ মাছুমুর রশীদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ গোলাম মোস্তফা প্রমুখ

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply