২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১০:৩৫/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ১০:৩৫ পূর্বাহ্ণ

শামসুল আলম ও তাঁর পুত্র মোঃ শোয়াইব রিয়াদ বিএনপির দলীয় মনোনয়ন পত্র নিয়েছেন

     

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয় আজ বিকাল ৩ ঘটিকায় আগামী একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে চট্টগ্রাম-৯ সংসদীয় আসন (কোতোয়ালী-বাকলিয়া-ডবলমুরিং আংশিক) থেকে বিশিষ্ট শিল্পপতি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ শামসুল আলম এবং তাঁর পুত্র আলহাজ্ব মোঃ শোয়াইব রিয়াদ বিএনপির দলীয় মনোনয়ন গ্রহণ করেছেন। তাঁদের পক্ষে উক্ত মনোনয়ন দু’টি গ্রহণ করেন মহানগর বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ হারুন জামান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা শওকত আজম খাজা, বাকলিয়া থানা বিএনপির অন্যতম নেতা আলহাজ্ব মোঃ মহিউদ্দিন।

উল্লেখ্য যে, আলহাজ্ব শামসুল আলম বিগত ২০০৮ সালে ৯ম জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে চার দলীয় জোটের প্রার্থী ছিলেন। নির্বাচন পরবর্তীতে বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিজেকে রাজনীতে সার্বক্ষণিক সম্পৃক্ত রাখেন। তাঁর ছেলে আলহাজ্ব মোঃ শোয়াইব রিয়াদ চট্টগ্রাম চেম্বারের সাবেক তরুণ পরিচালক ছিলেন। তিনি বিভিন্ন সামাজিক, ক্রীড়া, ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। এ আসন থেকে যে কোন একজন নির্বাচন করার সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তাঁরা দু’জনই চট্টগ্রাম-৯ আসনের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক এবং সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply