২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৯:৩৭/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৯:৩৭ পূর্বাহ্ণ

সৈয়দ সাইফুদ্দীন মাইজভান্ডারীর ঈদ শুভেচ্ছা বিনিময়

     

 

মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী বলেন, ইসলাম শান্তি ও নিরাপত্তার ধর্ম। সন্ত্রাস ও জঙ্গিবাদের যেই তকমা ইসলামের ওপর আরোপ করার অপচেষ্টা চলছে, তার সঙ্গে ইসলামের নূন্যতম সম্পর্ক নেই। ইসলামের শূভ্র বদনে কালিমা লেপনের মাধ্যমে তার মহান আহ্বান বিনষ্ট করার অপচেষ্টা চলছে। অথচ এই ইসলাম পৃথিবীর সব মানুষকে সম্মান ও শ্রদ্ধা করার কথা বলে। ইসলাম মানবতার জয়গানের কথা বলে। তিনি বলেন বর্তমানে ইসলামের নাম ভাঙ্গিয়ে ও কোরআন-সুন্নাহর অপব্যাখ্যার মাধ্যমে একটি সালাফী মতার্দশী একটি গোষ্ঠী উগ্রবাদী তৎপরতা ও মানুষ হত্যার মিশনে নেমেছে। অথচ ইসলামে উগ্রতা ও মানব হত্যা কঠোর ভাবে নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। এ উগ্র মতাদর্শী সালাফিদের দমনে তিনি ইসলামী ফ্রন্টকে সাংগঠনিকভাবে জোর তৎপরতা চালানোর অনুরোধ করেন। আজ ২০ জুন বুধবার সকালে নগরীর চকবাজারস্থ বাসভবনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার নেতৃবৃন্দের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি উপর্যুক্ত মন্তব্য করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার সচিব মাওলানা রেজাউল করিম তালুকদার, চট্টগ্রাম মহানগর উত্তর ইসলামী ফ্রন্ট সভাপতি মুহাম্মদ নঈম উল ইসলাম, মাওলানা শিব্বির আহমদ ওসমানী, আবু নাছের মুহাম্মদ তৈয়ব আলী, মাওলানা মুহাম্মদ মহিউদ্দীন, সৈয়দ মুহাম্মদ এনামুল হক, মুহাম্মদ শফিউল আলম, মাওলানা আমিন উল্লাহ, মাওলানা আরিফুর রহমান, লিয়াকত আলী, আবদুর রহিম, জামাল উদ্দীন খোকন, মুহাম্মদ সেলিম, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ মাছুমুর রশীদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ গোলাম মোস্তফা প্রমুখ

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply