২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:৫৫/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ৪:৫৫ পূর্বাহ্ণ

চীন সফরে রয়েছেন কিম জং উন

     

উত্তর কোরীয় নেতা কিম জং উন চীনে অবস্থান করছেন। মঙ্গল ও বুধবার দুই দিনের সফরে চীনে গেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিরল বৈঠকের এক সপ্তাহ পর তার এই সফর। চীনের রাষ্ট্রীয় টিভি সিসিটিভি’র বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
খবরে বলা হয়, মঙ্গলবার সকালে নগরীর বিমানবন্দরটির আশপাশের রাস্তায় সাধারণ জনগণকে ঢুকতে দেয়া হয়নি। কিমের বিমান অবতরণের প্রস্তুতি হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়।
মার্চ মাস থেকে এখন পর্যন্ত এটা চীনে কিমের তৃতীয় সফর। চীনেই তিনি উ. কোরীয় নেতা হিসেবে প্রথম বিদেশ সফর করেন।
জাপানের বাণিজ্য বিষয়ক দৈনিক নিক্কেই জানিয়েছে, কিম তার দেশের ওপর আরোপিত আন্তর্জাতিক অর্থনৈতিক অবরোধ থেকে মুক্তি পেতে চাইছেন। বিনিময়ে তিনি পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দিয়েছেন। এক্ষেত্রে তিনি চীনকে তার পাশে পেতে চাইছেন বলেই ধারণা করছেন বিশ্লেষকরা।
এক সপ্তাহ আগে সিঙ্গাপুরে ঐতিহাসিক যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়ার ঐতিহাসিক বৈঠকের পর উত্তর কোরিয়ার ওপর থেকে অর্থনৈতিক অবরোধ কিছুটা শিথিল করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বিবেচনার আহ্বান জানায় চীন। বাসস।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply