১৯ মে ২০২৪ / ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৩:৫৮/ রবিবার
মে ১৯, ২০২৪ ৩:৫৮ অপরাহ্ণ

আইন ও অধিকার সংস্থার ইফতার মাহফিল

     

 

আইন ও অধিকার সংস্থার উপদেষ্টা, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুক বলেছেন, ধর্মচর্চা মানুষকে নীতি নৈতিকতা শিক্ষা দেয়, রমজান মুসলিম সমাজকে সংযম ও সহমর্মিতা শিক্ষা দেয়। তাই প্রকৃত মানুষ হতে হলে ধর্মকে ধারণ করে মানুষের সেবা করতে হবে।
আজ ৬ জুন বুধবার মানবাধিকার সংগঠন আইন ও অধিকার সংস্থার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি সৈয়দ উমর ফারুক এসব কথা বলেন। সংস্থার সহ-সভাপতি বিশিষ্ট আইনজীবি এডভোকেট দিদারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সভাপতি, বিশিষ্ট রোটারিয়ান এডভোকেট উত্তম কুমার দত্ত।
এডভোকেট শুভাশীষ শর্মার সঞ্চালনায় উক্ত সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার প্রধান উপদেষ্টা বিচারক মাহবুবুর রহমান। এ ছাড়া বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ ওসমান খান, মোহাম্মদ খুরশেদ আলম, রোটারি ক্লাব অব চিটাগাং সিটির সভাপতি রোটারিয়ান রকি উদ্দিন রিপন, সাবেক সভাপতি রেজাউর রহমান পারভেজ, সহ-সম্পাদক মোঃ শাহজাহান, বিশিষ্ট সমাজসেবক মোঃ মহিউদ্দিন,এডভোকেট অনুপ আইচ টিটু, এডভোকেট মোঃ শাহাবুদ্দীন, আইনজীবী সহকারী বিশিষ্ট সংগঠক অভিজিৎ রায় পুলক, এডভোকেট অসিত কুমার দত্ত, রাজেশ সরকার লিটন জাতীয় পার্টি নেতা রেজাউল করিম রেজা. মানিক সেন, মিথুন চক্রবর্তী, সুমন দে, আশু নাথ। দোয়া মাহফিল পরিচালনা করেন শিক্ষানবীশ আবদুল মোমেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply