১৬ মে ২০২৪ / ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৪:১২/ বৃহস্পতিবার
মে ১৬, ২০২৪ ৪:১২ অপরাহ্ণ

দেশের উন্নয়নে নির্মাণ শ্রমিকদের ছোঁয়া রয়েছে -আবদুচ ছালাম

     

মে দিবসের চেতনাকে ধারণ করে দেশকে উন্নয়ন ও শিল্পায়নের পথে এগিয়ে নিয়ে যেতে শ্রমিক ও মালিকপক্ষকে দেশের উন্নয়নের স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম।
মঙ্গলবার মহান মে দিবস উপলক্ষে বহদ্দারহাট চত্বরে চট্টগ্রাম বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়নের শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মে দিবসের এবারের প্রতিপাদ্য ‘শ্রমিক-মালিক ভাই ভাই সোনার বাংলা গড়তে চাই’ চেতনাকে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মেহনতি শ্রমিক ভাইবোনদের এবং মালিকপক্ষকে আন্তরিকতার সঙ্গে কাজ করার অনুরোধ জানান।
তিনি আরো বলেন, নির্মাণ শ্রমিকরা দেশের উন্নয়নে কাজ করছেন। আপনারা ঝুঁকি নিয়ে ভবন নির্মাণ করে থাকেন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিক বান্ধব। দেশের উন্নয়নে নির্মাণ শ্রমিকদের ভূমিকা অনেক। দেশের উন্নয়নে নির্মাণ শ্রমিকদের ছোঁয়া রয়েছে। আমরা একে অপরের পরিপূরক হয়ে কাজ করলেই কেবল দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে। শ্রমিক হচ্ছে কারখানার প্রাণ।’ ‘শিল্প টিকে থাকলেই কেবল আপনাদের কর্মসংস্থান হবে। দারিদ্র্য দূর হবে। ছেলেমেয়েরা লেখাপড়া শিখতে পারবে। তাই শিল্পের ক্ষতি হয়, এমন কোনো কাজে সম্পৃক্ত হবেন না।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার শ্রমিকদের ন্যায্য মজুরী প্রদান ও তাদের অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করেছেন।
চেয়ারম্যান ঘাটা কমিটির সভাপতি আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত ও ছালেহ উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ঠ সমাজ সেবক ও ব্যাবসায়ী সহিদ উল¬্যাহ বাচ্চু, ৮ নং ষোলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আলম, ৬ নং পূর্বষোল শহর ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল আলম, ১৭ নং চকবাজার ওয়ার্ড কাউন্সিলর গোলাম হায়দার মিন্টু, ৪ নং চাঁন্দগাও কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ, আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ ফারুক, বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক সিরাজুল ইসলাম, সহিদ উল্যাহ , রফিকুল ইসলম। প্রধান বক্তা হিসেবে নির্মাণ শ্রমিকের নানা সমস্যা ও সমাধানের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, চট্টগ্রাম বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ ফকির চৌধুরী, সভাপতি এম.এম. তাহের, সাধারন সম্পাদক নুর মোহাম্মদ।
পরে অতিথিদের ক্রেস্ট প্রদান করেন চট্টগ্রাম বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply