২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:০৮/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ৪:০৮ পূর্বাহ্ণ

সফর শেষে দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান

     

 

ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০১৮

সম্প্রতি সৌদি আরব সফর শেষে নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ গতকাল সোমবার (১৯-০২-২০১৮) রাতে দেশে ফিরেছেন। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে স্বাগত জানান।

সফরকালে নৌপ্রধান দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ জেনারেল আব্দুর রহমান বিন সালেহ আল বুনিয়ান (এবহবৎধষ অনফঁৎ জধযধসধহ নরহ ঝধষবয অষ ইঁহুধহ), রয়েল সৌদি নেভাল ফোর্সের কমান্ডার ভাইস এডমিরাল ফাহাদ বিন আব্দুল্লাহ আল-গুফাইলি (ঠরপব অফসরৎধষ ঋধযধফ নরহ অনফঁষষধয
অষ-এঁভধরষর) এবং সৌদি নেভাল ফোর্সের ওয়েস্টার্ন ফ্লিটের কমান্ডার এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সেখানে অবস্থানকালে নৌপ্রধান তাদের সাথে দ্বিপাক্ষিক সামরিক প্রশিক্ষণ, মহড়া ইত্যাদি আয়োজনসহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তাছাড়া সেখানে অবস্থানকালে তিনি সৌদি নৌবাহিনীর বিভিন্ন ঘাঁটি ও স্থাপনাসমূহ পরিদর্শন করেন। এই সফর দু’দেশের মধ্যকার বিদ্যমান সুসম্পর্ককে আরও জোড়দার করার পাশাপাশি পারস্পরিক নৌ সক্ষমতা বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা করা যায়। উল্লেখ্য, নৌপ্রধান গত ১৪ ফেব্রুয়ারি ২০১৮ তারিখ সৌদি আরব সফরের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply