২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:১৬/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ৪:১৬ পূর্বাহ্ণ

গাজীপুরে জমির বিরোধে যুবক খুন, গ্রেফতার ২

     

মুহাম্মদ আতিকুর রহমান
গাজীপুরের শ্রীপুর উপজেলায় জমির বিরোধে প্রতিপক্ষের হামলার পর একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ দ্ইু নারীকে গ্রেফতার করেছে।

শ্রীপুর থানার এসআই মোঃ আবুল হাসান জানান, ৫ জানুয়ারি শুক্রবার রাতে সাঈদ মিয়া (৩৫) নামে এই যুবকের মৃত্যু হয়।

নিহত সাঈদ উপজেলার দক্ষিণ ভানুয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে। পেশায় মুদি দোকানী।

গ্রেফতারকৃতরা হলেন- ধনুয়া গ্রামের আবু হানিফার মেয়ে খোদেজা (৩৫) ও সাবিনা (২৫)। আটক নারীরা সাঈদের দুই নিকটাত্মীয়।

এসআই হাসান বলেন, শুক্রবার দুপুরে দক্ষিণ ভানুয়া এলাকায় একটি বিরোধপূর্ণ জমিতে সাঈদের চাচাত ভাই রমজান আলীসহ কয়েকজন খুঁটি পুঁততে যান।

সাঈদ বাধা দিলে কথাকাটাকাটি হয়। রমজানরা তাকে মারধর করেন বলে অভিযোগ। স্বজনরা তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান বলে পরিবারের দাবি।

নিহতের স্ত্রী নার্গিস আক্তার বাদী হয়ে শ্রীপুর থানায় তিনজনের নাম উল্লেখসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন বলে জানান এসআই হাসান।

তিনি বলেন, মামলার পর শনিবার সকালে দক্ষিণ ধনুয়া এলাকার বাড়িতে অভিযান চালিয়ে দুই নারীকে গ্রেফতার করা হয়।

শ্রীপুর থানার ওসি বলেন, মারধরে সাঈদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যেতে পারেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।

লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply