২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ২:৪৫/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ২:৪৫ অপরাহ্ণ

বরগুনায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ইয়ূথ ফোরামের মানববন্ধন

     

কে.এম.রিয়াজুল ইসলাম,বরগুনা:বরগুনায় মাধ্যমিক বিদ্যালয়ের পর এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এ উপলক্ষ্যে বরগুনা ইয়ুথ ফোরামের আয়োজনে বুধবার প্রেসক্লাব চত্বরে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।এ ঘটনায় গতকাল মঙ্গলবার বরগুনা সদর উপজেলার ২৪৮ টি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ইংরেজি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বরগুনা জেলা প্রশাসন এই প্রশ্নপত্র ফাঁসের রহস্য উদ্ঘাটন করার জন্য দুই সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। ওই কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার কথা বলা হয়েছে।
সোমবার পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়। পরে বিষয়টি জেলা প্রশাসন আমলে নিয়ে পরীক্ষা স্থগিত করে। এ ছাড়া চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রথম শ্রেণীর পরিবেশ পরিচিতির প্রশ্নও ফাঁস হয়েছে বলে জানা যায়।অনুষ্ঠানে বরগুনা ইয়ুথ ফোরামের সদস্য গিয়াসউদ্দিনের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন মিরাজ, চ্যানেল আই টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মোঃ হাসানুর রহমান ঝন্টু, সমাজকর্মী মোঃ টিটু, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি ও বরগুনা পরিবেশ আন্দোলনের সদস্য সচিব মুশফিক আরিফ , অন্বেষা এনজিওর পরিচালক সামস উদ্দিন শানু প্রমূখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply