১৯ মে ২০২৪ / ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:৩৭/ রবিবার
মে ১৯, ২০২৪ ৫:৩৭ পূর্বাহ্ণ

সুনামগঞ্জে আরডিআরএস এর সপ্তাহব্যাপী শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন

     

সুনামগঞ্জ সংবাদদাতা

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ঝরেপড়া শিশুদের নিয়ে উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন করছে স্বেচ্ছাসেবী সংগঠণ সেকেন্ড চান্স এডুকেশন কর্মসুচি আরডিআরএস বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় ১২ নভেম্বর রোববার বিকেলে সপ্তাহব্যাপী শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আরডিআরএস বাংলাদেশ এর ফিল্ড কো-অর্ডিনেটর দুলাল করিম। এর আগে ৬ নভেম্বর সোমবার সকালে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বায়জিদ খান। জেলা সদরের আলীপাড়াস্থ সুরমা ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে আরো বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী আব্দুল মন্নান। এ সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের টেকনিক্যাল অফিসার কাজী আজিজুর রহমান,মোঃ ইমতিয়াজ আহমেদ,সাজিদুর রহমান,সঞ্জয় কুমার রায়,হাফিজুর রহমান,মোঃ ফারুক আহমেদ ও হাসিনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে শিক্ষকদেরকে বিভিন্ন মৌলিক বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply