২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৫:৫৫/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৫:৫৫ অপরাহ্ণ

অ্যাপল প্রকাশ করলো আইফোন ৮ এর ডিজাইন

     

এ বছরই আইফোনের ১০ বছরের জন্মদিন পালন করছে টেক জায়ান্ট অ্যাপল। এক দশক পূর্তি উপলক্ষে আইফোনে নতুন কী নকশা আনবে আধখাওয়া আপেল, তা নিয়ে আগ্রহের পারদ চড়ছিল বহুদিন ধরেই। অবশেষে ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত হল আইফোন ৮ এর ডিজাইন।
নতুন আইফোনের নকশা দেখে যারপরনাই উচ্ছ্বসিত অ্যাপলপ্রেমীরা। অন্য আইফোনগুলোর থেকে এর ডিজাইন অনেকটাই অন্যরকম। এই ফোনের নতুনত্বই নজর কেড়েছে গ্রাহকদের। তবে নতুন এই মডেলে ‘বেজেল’ সম্পূর্ণ বাদ দিয়েছে অ্যাপল।
জানা গেছে, ৫ দশমিক ৮ ইঞ্চি ‘স্ক্রিন টু বডি’ ডিসপ্লে থাকবে নতুন এই ফোনে। সঙ্গে থাকবে উচ্চমানের ফ্রন্ট ক্যামেরা এবং সেনসরও। আইফোন ৮ এর মডেলে ‘হরাইজন্টাল’ নয়, ‘ভার্টিকাল’ ভাবে বসানো হয়েছে ডুয়াল ব্যাক ক্যামেরা। থাকছে লাইটনিং পোর্টও। সম্ভবত নতুন এই মডেলে থাকবে না ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোর্বস।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply