২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:০২/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ৫:০২ পূর্বাহ্ণ

ভোটাররা যেন কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে: খালেদা জিয়া

     

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ৫ জানয়ারির মতো দেশে আর কোন নির্বাচন হতে দেওয়া হবেনা। ভোটাররা যেন কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সে ব্যবস্থা করতে হবে। নির্বাচন কমিশনকেই সে ব্যবস্থা করতে হবে। সরকার সেটি করবে না।’ আজ মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ইফতারে অংশ নিয়ে খালেদা জিয়া এসব কথা বলেন।

খালেদা জিয়া সরকারের সমালোচনা করে বলেন, ‘আজকে সাধারণ মানুষের বেঁচে থাকা খুব কঠিন। সরকার সাধারণ মানুষের জন্য কিছু করেনি, করবেও না।’ তিনি বলেন, ‘তারা (সরকার) মনে করে তাদেরকে ক্ষমতায় থাকতে হবে, ক্ষমতায় থাকার জন্য তারা কতগুলো কৌশল ঠিক করেছে। ক্ষমতায় থাকার জন্য যাদেরকে হাতে রাখা দরকার তাদেরকে অবাধ সুযোগ দিচ্ছে, যে সাহায্য দরকার তা করে দিচ্ছে। কাজেই নির্বাচনে জেতা যাদেরকে দিয়ে সম্ভব, যারা তাদেরকে জিতিয়ে দিতে পারবে তাদের জন্য কাজ করলেই হবে। এখানে সাধারণ মানুষের ভোটের কোনো দাম নেই।’

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘আজকে সারাদেশেই দুর্ঘটনা ঘটছে। হাইওয়েগুলোর খারাপ অবস্থা হওয়ার কারণে দুর্ঘটনা বাড়ছে। এই সরকারের আমলে প্রতিনিয়ত মানুষ মরছে। মৃত্যুর মিছিল বেড়ে চলেছে। আর তারা বিদেশে ঘুরে বেড়াচ্ছে। আকাশে উড়ে, মাটির মানুষের কথা চিন্তাও করে না।’

খালেদা জিয়া বলেন, ‘এক পরিবার সব দখল করবে। শুধু তারা নিরাপত্তা পাবে।’ তিনি বলেন, ‘তারা উন্নয়নের কথা বলেন, কিন্তু রাস্তাঘাটের যে অবস্থা, তাতে কি বোঝা যায় উন্নয়ন হয়েছে? দেশের মানুষের কাছে উন্নয়ন পৌঁছেছে?’

খালেদা জিয়া বলেন, ‘দেশের মানুষ পরিবর্তন চায়। জালেমদের থেকে মুক্তি চায়। সবার জন্য কাজ করতে পারে এমন সরকার দরকার।’

লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে এতে বিএনপি ও ২০ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply