২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ২:০৬/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ২:০৬ পূর্বাহ্ণ

‘এই তফসিলে নির্বাচনে যাবে না ঐক্যফ্রন্ট’

     

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৮, ২১:৫৬ | আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ২২:০৯

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, একাদশ সংসদ নির্বাচনের তফসিল অবশ্যই পেছাতে হবে। এই তফসিলে নির্বাচনে যাবে না ঐক্যফ্রন্ট।

বৃহস্পতিবার রাতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।রব আরও বলেন, ক্ষমতা আঁকড়ে থাকার নীল নকশা বাস্তবায়নের অংশ হিসেবেই সিইসি এই তফসিল ঘোষণা করেছেন।

এর আগে, আগামী ২৩ ডিসেম্বর ভোটগ্রহণের দিন রেখে একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।ঘোষিত তফসিল অনুযায়ী এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৯ নভেম্বর পর্যন্ত, তা বাছাই হবে ২২ নভেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর। তার ২৩ দিন পর হবে ভোট গ্রহণ। সৌজন্য এবিএন/মমিন/জসিম এবিনিউজ 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply