২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৮:৫৭/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ৮:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা স্কাউটসের নির্বাচন অনুষ্ঠিত

     

বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলার ১৫তম ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা জেলা প্রশাসক সম্মেলন কক্ষ, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। সভায় আগামী তিন বছরের জন্য কমিশনার পদে জনাব মোঃ মাসুকুর রহমান সিকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চট্টগ্রাম এবং সম্পাদক পদে মুহাম্মদ হাবিবুর নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলার সভাপতি ও জেলা প্রশাসক জনাব মোঃ সামসুল আরেফিন এর সভাপতিত্বে সকাল ১১.০০টায় কাউন্সিল সভা শুরু হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ কমিশনার (সংগঠন) জনাব মোঃ আখতারুজ জামান খান কবির। সভায় বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলার ১৪টি উপজেলা থেকে ৬৫ জন কাউন্সিলরসহ আঞ্চলিক স্কাউটসের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। সভাপতি উপস্থিত সকল কাউন্সিলরকে স্বাগত জানিয়ে সকলের ব্যক্তি পরিচিতির মাধ্যমে সভার কাজ আরম্ভ করেন। প্রধান অতিথি মহোদয় শুরুতে সকলকে বাংলাদেশ স্কাউটসের গঠন ও নিয়ম মোতাবেক একটি সুন্দর নির্বাহী কমিটি গঠনের জন্য আহবান জানান। অত:পর আলোচ্যসূচী অনুযায়ী অংশগ্রহণকারী সম্মানিত কাউন্সিলরগণের আন্তরিক সহযোগিতায় প্রানবন্ত পরিবেশে সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী তিন বছরের জন্য নির্বাহী কমিটির পাচঁজন সহ সভাপতি, কোষাধ্যক্ষ, সম্পাদক, যুগ্ম সম্পাদক, ও জেলা কমিশনার নিয়োগের সুপারিশ করা হয়। নির্বাচিত পাচঁজন সহ-সভাপতি হলেন ১. জনাব রফিকুল ইসলাম ২. জনাব আনন্দ কুমার বড়ুয়া ৩. জনাব মোহাম্মদ সোলাইমান ৪. এ.কে.এম নরুল আফসার ৫. জনাব প্রদীপ কুমার পাল, কমিশনার পদে জনাব মোহম্মদ মাসুকুর রহমান সিকদার, কোষাধ্যক্ষ পদে জনাব অরুন কুমার মিত্র, সম্পাদক পদে জনাব মুহাম্মদ হাবিবুর রহমান এবং যুগ্ম সম্পাদক পদে জনাব পার্থ প্রতীম দাশ সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন। উপস্থিত কাউন্সিলরগণ নির্বাচন প্রক্রিয়ার উপর অত্যন্ত সন্তুষ্ট বলে অভিমত ব্যাক্ত করেন এবং নির্বাচনের ফলাফল আন্তরিকভাবে গ্রহণ করেন। বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলার সভাপতি ও জেলা প্রশাসক মহোদয় এবং সভার প্রধান অতিথি ও বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (সংগঠন) মহোদয় ১৫তম বার্ষিক (ত্রৈ-বার্ষিক) কাউন্সিল সভায় স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ ও ভোট প্রদানের জন্য কাউন্সিলরগণকে ধন্যবাদ জানান। চট্টগ্রাম জেলার স্কাউটিং সম্প্রসারণে তিনি বিজয়ী ও বিজিত সকলের সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply