২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৩:২৩/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ৩:২৩ পূর্বাহ্ণ

তাজকিয়ার বর্ষপূর্তি ও জোনাল কমিটি ঘোষণা

     

 

আত্মশুদ্ধির চেতনায় উদ্দীপ্ত তারুণ্য নির্ভর সংগঠন “তাজকিয়া” কর্তৃক আয়োজিত ১০ম বর্ষপূর্তি ও জোনাল কমিটি ঘোষণা অনুষ্টান সভাপতি এইচ আর মেহবুব জিকোর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আরেফিন রিয়াদের সঞ্চালনায় ২৯ সেপ্টেম্বর নগরীর হামজারবাগস্থ মাদরাসা-ই-শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী মিললনায়তনে অনুষ্টিত হয়। অনুষ্টানের শুরুতে তাজকিয়ার উপদেষ্টা প্রফেসর মীর মোঃ তরিকুল আলম ও সভাপতি এইচ আর মেহেবুবের নেতৃত্বে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি হয়। এতে কুর’আন তেলওয়াত, নাতে রাসূল (সঃ) ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন আয়াজ হাসান ও স্বাগত বক্তব্য রাখেন তাজকিয়া’র যুগ্ম সম্পাদক আবু সালেহ সুমন। কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের উদ্ধোধন করেন অতিথিবৃন্দ। উক্ত অনুষ্টানে বক্তব্য রাখেন বিশিষ্ট তথ্য প্রযুক্তিবিদ ও বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র সভাপতি ড. তৌহিদ মোঃ ফয়সাল কামাল চৌধুরী, তাজকিয়ার উপদেষ্টা প্রকৌশলী আবু নাসের নুর, উপদেষ্টা প্রফেসর মীর মোঃ তরিকুল আলম, বিশিষ্ট মাইজভাণ্ডারী গবেষক ড. সেলিম জাহাঙ্গীর, গাউসিয়া হক কমিটি কেন্দ্রিয় পর্ষদ সহ-সভাপতি শেখ মুজিবুর রহমান, মাইজভাণ্ডারী মরমী গোষ্টির সাবেক সফল সভাপতি প্রফেসর এ. ওয়াই. এম. জাফর, বিশেষ বক্তব্য রাখেন তাজকিয়া’র আইটি সম্পাদক, বর্ষপূর্তি’১৮ আহবায়ক মোঃ মোসলেহ উদ্দিন ভূঁইয়া নাহিয়ান এবং কবি আবৃত্তি করেন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক হাসান জাহাঙ্গীর, চট্টগ্রাম সম্মলিত আবৃত্তি জোটের দপ্তর সম্পাদক মেজবাহ উদ্দিন চৌধুরী। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কাজী ইরফানুল হক বায়েজিদকে আহবায়ক, মোঃ পেয়ারুল ইসলামকে সদস্য সচিব, হাটহাজারী জোনে ফয়েজুল ইসলামকে আহবায়ক, আবিদুল ইসলামকে সদস্য সচিব, রাউজান জোনে মোঃ মিল্লাত উদ্দিনকে আহবায়ক, কাজী নাদিম উদ্দীন নবাবকে সদস্য সচিব করে, চন্দনাইশ জোনে এবিএম মাসূদকে আহবায়ক, মুঃ এনামুল হককে সদস্য সচিব করে জোনাল কমিটি ঘোষণা করেন। অনুষ্ঠানে দেশের শিক্ষাবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক, সংগঠক, সমাজসেবক, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির নেতৃবৃন্দ, শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক) ট্রাস্ট কর্মকর্তা বৃন্দ ও ট্রাস্ট নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান-মাইজভাণ্ডারী একাডেমী, মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠি, যাকাত তহবিল এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সেবা মুলক প্রতিষ্ঠানের অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন। পরিশেষে, সভাপতির বক্তব্য ও মিলাদ-ক্বিয়াম, মোনাজাত ও মরমী গোষ্ঠির কালাম পরিবেশনার মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি ঘোষণা করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply