২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ২:১৫/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ২:১৫ অপরাহ্ণ

দরিদ্র বস্তি বাসীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

     

দরিদ্র সুবিধা বঞ্চিতদের কারিগরী শিক্ষাসহ জীবন জীবিকার লড়াই টিকে থাকতে স্থানীয় ভাবে প্রশিক্ষণ কর্মশালা চালু করবে চাকতাই মহল্লা ও সমাজ উন্নয়ন সংস্থা। সুবিধা বঞ্চিতের এলাকার দরিদ্র বস্তি বাসীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে চাকতাই মহল্লা ও সমাজ উন্নয়ন সংস্থা।  সোমবার বিকেল ৪:০০টায় চাকতাই মোহছেনা হাশেম প্রি-ক্যাডেট হাই স্কুল প্রাঙ্গনে জসিম উদ্দিন মিন্টুর সভাপতিত্বে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এলাকার কৃতি সন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার ও কম্পিউটার সায়েন্স এর বিভাগীয় প্রধান ড. অছিউর রহমান ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুল হক। প্রধান অতিথি বলে যে জাতি যত শিক্ষিত সে জাতি তত বেশী উন্নত, বর্তমান সরকার শিক্ষা খাতকে সবচেয়ে বেশী গুরুত্ব ও সহযোগিতা দিচ্ছে। আমাদের সবাইকে আগামী প্রজন্মকে শিক্ষা গ্রহনের ব্যবস্থা নেয়ার আহবান জানান। সমাজ ও মহল্লা উন্নয়ন সংস্থার পক্ষে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর মুহাম্মদ জামাল হোসেন, নাছির উদ্দিন, অধ্যক্ষ বেলাল হোসেন, মোহাম্মদ শওকত আবদুল করিম ও আফতাব উদ্দিন প্রমূখ, প্রায় সাড়ে ছয় শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বক্তরা বলেন দেশ এগিয়ে যাচ্ছে আমরা চাই সুবিধা বঞ্চিত দরিদ্র মানুষের সংখ্যা দিন দিন কমে যাক, মানুষ সাবলম্বী হোক এর সবাইকে একযোগ কাজ করে যেতে হবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply