২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৭:৪৬/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ৭:৪৬ পূর্বাহ্ণ

চীনামাটির বাটির দাম ২৫০ কোটি টাকা মাত্র!

     

ছয় ইঞ্চিরও (১৪.৭ সে.মি) কম ব্যাসের একটি বাটি। অথচ নিলামে যা দাম উঠলো তাতে চক্ষু ছানাবড়া।মাত্র ২৫০ কোটি টাকায় বিক্রি হল চিনামাটির তৈরি পাত্রটি।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার চীনে একটি চিনামাটির বাটি নিলামে তোলা হয়।যা চীনের কিং সাম্রাজ্যের ব্যবহৃত বাটি। ওই বাটি ৩০ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলারে (বাংলাদেশি টাকায় আড়াইশ কোটির বেশি) কিনে নেন এক ব্যক্তি।
ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদন থেকে আরও জানা যায়, নিলামে তোলার মাত্র ৫ মিনিটের মধ্যে এটি বিক্রি হয়ে যায়। এছাড়া অষ্টাদশ শতাব্দীতে সম্রাটের পরিবার এ বাটি ব্যবহার করেছিল বলে প্রমাণও মিলেছে। অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি টেলিফোনে নিলাম আয়োজকদের জানান, তিনি বাটিটি ৩০ দশমিক ৪ মিলিয়ন ডলারে কিনে নিতে চান। তবে নিজের পরিচয় গোপন রেখে সেটা কিনবেন তিনি।
আয়োজকদের দাবি, এ বাটি সম্রাটের নিজের কারখানায় তৈরি হয়েছিল। সুতরাং এ বাটি অন্য আট-দশটা বাটির মতো নয়। তাই দাম তো একটু বেশি হবেই।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply