১১ মে ২০২৪ / ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৮:৩৫/ শনিবার
মে ১১, ২০২৪ ৮:৩৫ পূর্বাহ্ণ

এসএসসি পরীক্ষায় সুনামগঞ্জ জেলায় উত্তীর্ণ হয়েছে ১৬,১২৯ জন

     

আল-হেলাল,সুনামগঞ্জ 
সুনামগঞ্জ জেলায় এবারের এসএসসি পরীক্ষায় ১৬ হাজার ১ শত ২৯ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। সারা জেলায় পাশের হার ৬৮.৫৩ শতাংশ। ফেল করেছে ৩১.৪৭ শতাংস। এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেছিল ২৩ হাজার ৫ শত ৩৬ জন পরীক্ষার্খী। রোববার দুপুরে প্রকাশিত ফলাফলে দেখা যায়,সিলেট শিক্ষাবোর্ডের অধীনে এবার জিপিএ-৫ পেয়েছে ৩ শত ৬৯ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছেলেরা পেয়েছে ১ শত ৮৭ টি এবং মেয়েরা ১ শত ৮২ টি। ছেলে পরীক্ষার্থী ছিল মোট ১০ হাজার ৬ শত ৫৭ জন ও মেয়ে পরীক্ষার্থী ছিল ১২ হাজার ৮ শত ৭৯ জন। ছেলেরা পাশ করেছে ৭ হাজার ৩ শত ৫৫ জন ও মেয়েরা পাশ করেছে ৮ হাজার ৭ শত ৭৪ জন। শতাংশ দিক থেকে মেয়েরা পাশ করেছে ৬৮.১৩ শতাংশ এবং ছেলেরা পাশ করেছে ৬৯.০২ শতাংস। উক্ত ফলাফলের সত্যতা নিশ্চিত করে জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা প্রতিভা রানী দাস জানান,সুনামগঞ্জ জেলায় সর্বমোট ৩০৬ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে সরকারী ও এমপিওভূক্ত মাধ্যমিক বিদ্যালয় ২০৮টি,৯১টি মাদ্রাসা,৬টি কারিঘরী শিক্ষা প্রতিষ্ঠান ও ১টি দাখিল মাদ্রাসা রয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply