২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১১:২৯/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ১১:২৯ পূর্বাহ্ণ

এই গরমে লেবুর ব্যবহার

     

দিনের তাপামাত্রা বাড়তে শুরু করেছে। সেই সঙ্গে বাড়ছে গরমের প্রকোপ। অতিরিক্ত তাপে এ সময় শরীরে নানা ধরনের সমস্যা দেখা দেয়, শরীর অসুস্থ বোধ করে। তাপমাত্রা বৃদ্ধি সঙ্গে পেটের সমস্যা দেখা দেয়, প্রচুর ঘামও হয়। গরমের দিনে টক জাতীয় ফল শরীর সুস্থ রাখতে দারুণভাবে সাহায্য করে। বিশেষ করে লেবু এ সময় দারুণ ভূমিকা রাখে।

খাওয়ার পর দিনে একবার এক গ্লাস পরিমাণে লেবু পানি খেলে হজমের সমস্যা দূর হবে। এটা শরীর থেকে সব ধরনের টক্সিন বের করতে সাহায্য করে। লেবু পানির স্বাদ বাড়াতে এতে এক চা চামচ মধু যোগ করতে পারেন।

রোদে পোড়ার হাত থেকে ত্বকের সুরক্ষা বজায় রাখতে লেবুর রস নিয়ে মুখে লাগাতে পারেন। তার পর শুকিয়ে দিন। এর পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। দিনে দুবার এটি করলে রোদে পোড়া ভাব অনেকটা চলে যাবে।

লেবু প্রাকৃতিকভাবে নিশ্বাসে দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। যাদের নিঃশ্বাসে দুর্গন্ধ হয় তারা ঘরেই প্রাকৃতিক দুর্গন্ধ রোধকারী ওষুধ বানাতে পারেন। এর জন্য এক চা চামচ মধু, এক টেবিল চামচ লেবুর রস এবং এক চামচ দারুচিনি ,আধা কাপ হালকা গরম পানিতে মিশিয়ে কুলিকুচ করুন। তা হলে মুখের দুর্গন্ধ অনেকটা দূর হবে।

সূত্র : এনডিটিভি

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply