২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৮:৫৮/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ৮:৫৮ পূর্বাহ্ণ

যারা হৃদয়ে ধারণ করে ইসলাম, তারা কখনো জঙ্গি হতে পারেনা: স্বরাষ্ট্রমন্ত্রী  

     

এম. শাহনেওয়াজ নাজিম
মুসলমান দেশগুলোকে ষড়যন্ত্রের মাধ্যমে জঙ্গিদেশ বানিয়ে দেওয়া হচ্ছে। যারা ইসলাম ধারণ করে, আল্লাহর পবিত্র কোরআনকে ধারণ করে, যারা রাসূল (স.)’র উম্মত তারা কখনো জঙ্গি হতে পারেনা। ইসলামে মানুষ হত্যার কোন স্থান নেই। জঙ্গিবাদের কোন স্থান নেই। আমরা যারা হৃদয়ে ইসলাম ধর্মকে ধারণ করি তাদের সময় আসছে ঘুরে দাঁড়াবার, ভালমন্দ বুঝার সময় আসছে। কোনটা  আলোকিত করছে আর কোনটা অন্ধকারে নিয়ে যাচ্ছে তা আপনাদের বুঝতে হবে। তাহলে এগিয়ে যাবে দেশ, শক্তিশালী হবে আমাদের ধর্ম। জঙ্গিবাদের ব্যাপারে সকলে সজাগ থাকবেন। তিনি আরো বলেন, দীর্ঘদিনের দাবী দাওরায়ে হাদিসকে  মাস্টার্সের স্বীকৃতি দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্বওমী মাদ্রাসার শিক্ষার্থীরা মাথা উঁচু করে দাঁড়াবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে তারা। আজ শুক্রবার চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া ইসলামীয়া ওবাইদিয়ার বার্ষিক মাহফিলে প্রধান অতিথীর বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী অাসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন।

২দিন ব্যাপি এই মাহফিলে অত্র জামেয়ার পরিচালক আল্লামা ছালাউদ্দিনের সভাপতিত্বে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা মাহমুদুল হাছান মমতাজী, খালেদ সাইফুল্লাহ আয়ুবী, আল্লামা ইয়াহিয়া মাহমুদ, আল্লামা ফরিদ উদ্দিন আল মোবারকসহ দেশের খ্যাতনামা বহু ওলামায়েকেরাম কোরআন হাদিসের আলোকে বায়ান পেশ করেন।

মাহফিলে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, চট্টগ্রামের ডিআইজি ড. মনিরুজ্জামান, চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান, পুলিশ সুপার (এসপি) নূরে আলম মিনা, সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী, সাবেক উপজেলা চেয়ারম্যান এ.টি.এম পেয়ারুল ইসলাম, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ার প্রমুখ ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply