২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৯:১৫/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ৯:১৫ পূর্বাহ্ণ

আনোয়ারায় প্রকৌশলীদের সংগঠন “আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এ্যাসোসিয়েশন” গঠিত

     

ফয়সল হোসেন আনোয়ারা থেকে

শিল্পাঞ্চলখ্যাত আনোয়ারা উপজেলা। এই উপজেলাটি সময়ের সাথে পাল্লা দিয়ে তার অবকাঠামগুলোকে উজাড় করে দিয়ে বহিঃবিশ্বে নিজের অবস্থান সুদৃঢ় করে চলছেই। উন্নত বিশ্বে আনোয়ারাকে তুলে ধরার জন্য আনোয়ারার প্রকৌশলীরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। আনোয়ারাকে সমৃদ্ধশালী করার লক্ষে এইবার তারা গঠিত করল আনোয়ারা ইঞ্জিনিয়ারর্স এ্যাসোসিয়েশন। দেশ তথা সমাজের বিভিন্ন সেক্টরে এই ইঞ্জিনিয়াররা বিশেষ অবদান রেখে আসছে। কিন্তু পরিতাপের বিষয় হল এতদিন ধরে আনোয়ারায় এই ধরণের কোন সংগঠন না থাকাতে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রকৌশলীরা একে অপর জনকে চিনতেন না। এখন তারা ঐক্যবদ্ধ হয়েছে, তারা সংগঠিত হয়ে আনোয়ারার আর্ত সামাজিক উন্নয়নে নিজেদেরকে কাজে লাগাতে চান। এ সম্পর্কে সংঠনটির প্রতিষ্ঠাতা আহবায়ক ইঞ্জিঃ মোহাম্মদ হাবীব উল্লাহ্‌ বলেন, দীর্ঘদিন পরে হলেও আনোয়ারার সকল ইঞ্জিনিয়ারদের একই প্লাটফর্মে আনয়ন করার পাশাপাশি দেশের বিভিন্ন সেক্টরে আনোয়ারা থানার যেসকল ইঞ্জিনিয়াররা অবদান রেখে চলছে তাদের সম্মাননা প্রদান করা এই সংগঠনের অন্যতম লক্ষ্য। তিনি বলেন, এছাড়াও সামাজিক বিভিন্ন কর্মকান্ডে আনোয়ারা ইঞ্জিনিয়ার এ্যাসোসিয়েশন সবসময় পাশে থাকবে। তিনি আরো বলেন, এটি একটি অরাজনৈতিক সংগঠন। সকল ইঞ্জিনিয়ারদের পেশাগত অধিকার আদায়ে এই সংগঠন সবসময় অগ্রনী ভূমিকা পালন করবে। তিনি এই অগ্রযাত্রায় আনোয়ারার সকল প্রকৌশলীর পরামর্শ ও সহযোগীতা চেয়েছেন। প্রত্যক প্রকৌশলীকে নিম্নের ঠিকানা ও ব্যক্তিদের সাথে যোগাযোগ করে ডাটাবেজ সংরক্ষণ সম্পূর্ন করার জন্য উক্ত এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে।

প্রতিষ্ঠাতা আহবায়ক ইঞ্জিঃ মোহাম্মদ হাবীব উল্লাহ বিভাগীয় প্রধান (ইলেকট্রিক্যাল) এবং সিইও, আর এইচ ট্রেডিং কর্পোরেশন, সাথে আছেন এম এ হান্নান, মোঃ ওমর ফারুক ওসমান আলি বাবু ইফতেকার চৌধুরি যোগাযোগ হোসেন চৌধুরী মার্কেট (দি ল্যাব এইড ডায়গনিক সেন্টার এর পাশে) , চাতরী, চৌমুহনী, আনোয়ারা। প্রয়োজনে: ০১৯৬৯৪৯২১৬৯ ০১৮৩৭৭১৮৯৮১ ০১৮৪৩৪৪৬৭২৭

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply