২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৯:১৫/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৯:১৫ অপরাহ্ণ

আমতলীতে ৫৭৯ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

     

কে.এম.রিয়াজুল ইসলাম

বরগুনার আমতলীতে কৃষি পূনর্বাসনের আওতায় ৫৭৯ কৃষকের মাঝে মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বরগুনা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. ধীরেন্দ্র চন্দ্র দেবনাধ শম্ভু এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ বদরুদ্দোজা শুভ’র সভাপতিত্বে কৃষি পূনর্বাসন বিতরনী সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এ্যাড. ধীরেন্দ্র চন্দ্র দেবনাধ শম্ভু। বক্তব্য রাখেন আমতলী পৌর মেয়র ও আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, বরগুনা জেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যাপক শাহজাহান কবির, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম শাহজাদা আকন, বিআরডিবির চেয়ারম্যান জিএম ওসমানী হাসান, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, আলহাজ্ব এ্যাড. নুরুল ইসলাম, আখতারুজ্জামান বাদল খান, বোরহান উদ্দিন মাসুম তালুকদার, কৃষি অফিসার এসএম বদরুল আলম ও আহুরুজ্জামান আলমাস খান প্রমুখ। পরে উপজেলার ৫৭৯ জন কৃষকের মাঝে রবি শস্যের ভূট্রা, মুগ, খেসারী, ফেলন ও বিটি বেগুনের বীজ ও সার বিতরণ করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply