২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৬:৪৩/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ৬:৪৩ পূর্বাহ্ণ

জাতীয় নদী কর্ণফুলী আন্দোলন পরিষদের মতবিনিময় সভার সিদ্ধান্ত শুরু হতে যাচ্ছে কর্ণফুলী উৎসব

     

 

 

১৮ অক্টোবর বিকেলে মোমিন রোড, জামালখান জাতীয় নদী কর্ণফুলী আন্দোলন পরিষদ ৮ম সভার এক মতবিনিময় সভা সংগঠনের আহবায়ক সরোয়ার আমিন বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন নজরুল গবেষক এম.এ সবুর, ওসমান গণি, সংগীত শিল্পী ইকবাল হায়দার, শিশু সাহিত্যিক মিজান কুতুবী, ওচমান জাহাঙ্গীর, মো. সোহেল হোসাইন, খায়রুল আলম, সভায় শীঘ্রই ৫দিন ব্যাপী কর্ণফুলী উৎসব নামে একটি রিয়েলিটিশো উৎযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। এতে থাকবে কর্ণফুলীর গান, পাহাড়ী গান, চট্টগ্রামের লোক সংস্কৃতি, নৃত্য, সাম্পান বাইচ, মাছধরা প্রতিযোগিতা তদুপরি নদী দুষণ রোধে জনসচেতনতা ও লোকজ মেলা। বক্তারা বলেন কর্ণফুলীকে জাতীয় নদী হিসেবে ঘোষণা করা এখন সময়ে দাবী।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply