২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ২:০৩/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ২:০৩ পূর্বাহ্ণ

ঝুঁকি নেওয়ার সাহস রাজনীতিবিদের থাকতে হয়: প্রধানমন্ত্রী

     

ধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, ঝুঁকি নেওয়ার সাহস রাজনীতিবিদের থাকতে হয়। বৃহস্পতিবার সকালে রাজধানীর ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতির পিতার ৪২ তম শাহাদৎবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘যে শিক্ষা পেয়েছি বাবা-মায়ের কাছ থেকে তা হলো- দেশকে ভালোবাসা, দেশের কল্যাণে কাজ করা, দেশের জন্য যেকোন ত্যাগ স্বীকার করা, দেশের জন্য যেকোন ঝুঁকি নেয়ার মত সাহস রাখা-একজন রাজনীতিকের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
শেখ হাসিনা যোগ করেন, বাংলাদেশ বর্তমান বিশ্বে উন্নয়নের রোল মডেল। এটা এমনি এমনি হয়নি। সকল প্রতিকূল অবস্থা মোকাবেলা করে আওয়ামী লীগ তিনবার সরকার গঠন করেছে বলেই এটা সম্ভব হয়েছে। যেকোন প্রতিকূল অবস্থা মোকাবেলা করে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে।
ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাত্রলীগের বার্ষিক প্রকাশনা ‘জন্মভূমি’র মোড়ক উন্মোচন করেন।সৌজন্য ইত্তেফাক

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply