২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:১৩/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৮:১৩ অপরাহ্ণ

উপহাসে কাক ডাকে

     

 

সৈয়দ শামসুল হক
উদ্যানে ছিলো গোলাপ, আমি তো গোলাপ তুলতে পারিনি।

 

গোলাপের বনে ছিলো একজন— ছিলো উদ্যানচারিণী।

 

বলে সে আমাকে, তুলবে গোলাপ? দ্যাখোনি কি চোখ মেলে

 

গোলাপের চেয়ে গাঢ় লাল আমি, কবি কি দু’চোখ খেলে!

 

ফেলে সে গোলাপ তখন আমার হাত বাড়ালাম যেই—

 

ইন্দ্রজালের মতো সে হঠাত্ মিলিয়েছে— আর নেই!

 

তারপর থেকে একাকী আমার গোলাপের উদ্যানে—

 

অবিরাম খোঁজা— জানি না সে আছে কোথায় বা কোনখানে।

 

যদি পাই তাকে জামার বোতামে তুলে গেঁথে রাখি তাকে।

 

বোতামের ঘর শূন্য এখনো! উপহাসে কাক ডাকে।

 

কা কা রবে ভরে ওঠে দশদিক— আমাকে শোনায়, ওরে

 

যাকে চাস তুই সে এখানে নেই— নীলিমায় আজ ওড়ে।

 

পলাতক পাখি ফাঁকি দিয়ে গেছে— উদ্যানে যত ফুল

 

ফুটছে ঝরেছে— জেনে রাখ তুই— ভালোবাসাটাই ভুল
তোমার স্তুতি খুব করি, সামার

 

জাহিদুল হক

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply