২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৫:৫৫/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ৫:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রামের ১২০ প্রার্থী প্রতীক বরাদ্দ

     

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনের ১২০ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

১৮ ডিসেম্বর সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকাল ১০টা থেকে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মো. ফখরুজ্জামান।

এবার চট্টগ্রামে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিপরীতে মধ্যে ১১টি আসনে হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী রয়েছে ১৭ জন। তবে সন্দ্বীপ, রাঙ্গুনিয়া, বাকলিয়া-কোতোয়ালী, পটিয়া, আনোয়ার-কর্ণফুলী আসনে কোনো স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করছেন না।

কে কোন প্রতীক পেলেন

চট্টগ্রাম-১ (মিরসরাই)

নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগের মাহবুব উর রহমান। এছাড়া মো. এমদাদ হোসাইন চৌধুরী, জাতীয় পার্টি (লাঙ্গল); মো. গিয়াস উদ্দিন, স্বতন্ত্র (ঈগল); মো. আব্দুল মান্না, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (চেয়ার); মো. ইউসুফ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ (টেলিভিশন); মো. নুরুল করিম আবছার, বাংলাদেশ সুপ্রীম পার্টি-বিএসপি (একতারা); শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল (হাত)।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি)

খাদিজাতুল আনোয়ার সনি, আওয়ামী লীগ (নৌকা); সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি, বাংলাদেশ তরিকত ফেডারেশন (ফুলের মালা); সৈয়দ সাইফুদ্দিন আহমদ, বাংলাদেশ সুপ্রিম পার্টি (একতারা); সাবেক উপজেলা চেয়ারম্যান হোসাইন মু. আবু তৈয়ব, স্বতন্ত্র (ঈগল); মীর মো. ফেরদৌস আলম, ইসলামিক ফ্রন্ট (চেয়ার); মো. শফিউল আজম চৌধুরী, জাতীয় পার্টি (লাঙ্গল); মো. হামিদ উল্লাহ, ইসলামী ফ্রন্ট (মোমবাতি) ও মো. শাহজাহান, স্বতন্ত্র (ঈগল)।

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ)

বর্তমান সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা, আওয়ামী লীগ (নৌকা); মু. নুরুল আনোয়ার, সুপ্রিম পার্টি (একতারা); নুরুল আকতার, জাসদ (মশাল); এমএ ছালাম, জাপা (লাঙ্গল), মু. উল্লাহ খান, ইসলামী ফ্রন্ট (মোমবাতি); আবদুর রহিম, ইসলামিক ফ্রন্ট (চেয়ার); ডা. জামাল উদ্দিন চৌধুরী, স্বতন্ত্র (ঈগল) ও মো. মোকতার আজাদ খান, ন্যাশনাল পিপলস পার্টি (আম)।

চট্টগ্রাম -৪ (সীতাকুণ্ড)

এসএম আল মামুন, আওয়ামী লীগ (নৌকা); মো. দিদারুল কবির, জাপা (লাঙ্গল); মো. খোকন চৌধুরী, তৃণমূল বিএনপি (সোনালী আঁশ); শহীদুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ কংগ্রেস (ডাব); মো. মোজাম্মেল হোসেন, ইসলামিক ফ্রন্ট (চেয়ার ) ও আকতার হোসেন (টেলিভিশন)।

চট্টগ্রাম -৫ (হাটহাজারী)

বর্তমান সংসদ সদস্য ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (লাঙ্গল); মো. নাজিম উদ্দিন, তৃণমূল বিএনপি (সোনালী আঁশ); কাজী মহসীন চৌধুরী, সুপ্রিম পার্টি (একতারা); শাহজাহান চৌধুরী, স্বতন্ত্র (কেটলি); সৈয়দ মুক্তার আহমেদ, ইসলামী ফ্রন্ট (মোমবাতি); আবু মো. সামশুদ্দিন, বিএনএফ (টেলিভিশন) ও ছৈয়দ হাফেজ আহমদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (চেয়ার)।

চট্টগ্রাম-৬ (রাউজান)

বর্তমান সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, আওয়ামী লীগ (নৌকা); স ম জাফর উল্লাহ, ইসলামিক ফ্রন্ট (চেয়ার); মো. ইয়াহিয়া জিয়া চৌধুরী, তৃণমূল বিএনপি (সোনালী আঁশ); মো. সফিকুল আলম চৌধুরী, জাতীয় পার্টি (লাঙ্গল) ও শফিউল আজম, স্বতন্ত্র (ট্রাক)।

চট্টগ্রাম -৭ (রাঙ্গুনিয়া)

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগ (নৌকা); মো. মোরশেদ আলম, সুপ্রিম পার্টি (একতারা); আহমেদ রেজা, ইসলামিক ফ্রন্ট (চেয়ার); খোরশেদ আলম, তৃণমূল বিএনপি (সোনালী আঁশ); মুছা আহমেদ রানা, জাতীয় পার্টি (লাঙ্গল) ও মো. ইকবাল হাসান, ইসলামী ফ্রন্ট (মোমবাতি)।

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী)

সোলায়মান আলম শেঠ, জাতীয় পার্টি (লাঙ্গল); সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, স্বতন্ত্র (কেটলি); আবুল কালাম আজাদ, বিএনএফ (টেলিভিশন); সাবেক কাউন্সিলর বিজয় কুমার চৌধুরী, স্বতন্ত্র (ফুলকপি); মহিবুর রহমান বুলবুল, বাংলাদেশ কংগ্রেস (ডাব); সন্তোষ শর্মা, তৃণমূল বিএনপি (সোনালী আঁশ); মো. ইলিয়াছ, কল্যাণ পার্টি (হাতঘড়ি); সৈয়দ মু. ফরিদ উদ্দিন, ইসলামিক ফ্রন্ট (চেয়ার); মো. কামাল পাশা, এপিপি (আম) ও আবদুল নবী, এপিপি (মোমবাতি)।

চট্টগ্রাম-৯ (বাকলিয়া-কোতোয়ালী)

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগ (নৌকা); মো. ওয়াহেদ মুরাদ, ইসলামিক ফ্রন্ট (চেয়ার); মিটল দাশগুপ্ত, ন্যাপ (কুঁড়েঘর); আবু আজম, ইসলামী ফ্রন্ট (মোমবাতি); মো. নূরুল হোসাইন, কল্যাণ পার্টি (হাতঘড়ি); সুজিত সাহা, তৃণমূল বিএনপি (সোনালী আঁশ) ও সানজিদা রশিদ চৌধুরী, জাতীয় পার্টি (লাঙ্গল )।

চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং)

বর্তমান সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, আওয়ামী লীগ (নৌকা); সাবেক মেয়র মনজুর আলম, স্বতন্ত্র (ফুলকপি); নগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, স্বতন্ত্র (কেটলি); মো. ফেরদাউস বশির, তৃণমূল বিএনপি (সোনালী আঁশ); আলমগীর হোসেন বঈদী, ইসলামী ফ্রন্ট (মোমবাতি); আবুল বাশার মো. জয়নুল আবেদীন, ইসলামিক ফ্রন্ট (চেয়ার); মিজানুর রহমান, সুপ্রিম পার্টি (একতারা); জহুরুল ইসলাম, জাতীয় পার্টি (লাঙ্গল) ও মো. আনিসুর রহমান, জাসদ (মশাল )।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা)

বর্তমান সংসদ সদস্য এমএ লতিফ, আওয়ামী লীগ (নৌকা); আবুল বাসার মো. জয়নুল আবেদীন, ইসলামিক ফ্রন্ট (চেয়ার); মো. মহিউদ্দিন, সুপ্রিম পার্টি (একতারা); কাউন্সিলর জিয়াউল হক সুমন, স্বতন্ত্র (কেটলি); দীপক কুমার পালিত, তৃণমূল বিএনপি (সোনালী আঁশ); নারায়ণ রক্ষিত, এনপিপি (আম) ও উজ্জ্বল ভৌমিক, গণফোরাম (উদীয়মান সূর্য)।

চট্টগ্রাম-১২ (পটিয়া)

মোতাহেরুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগ (নৌকা); এমএ মতিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (মোমবাতি); এম এয়াকুব আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম (নোঙ্গর); কাজী মো. জসীম উদ্দীন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (চেয়ার); ছৈয়দ মো. জয়নুল আবেদীন জেহাদী, বাংলাদেশ কংগ্রেস (ডাব); মো. নুরুচছফা সরকার, জাতীয় পার্টি (লাঙ্গল); রাজীব চৌধুরী, তৃণমূল-বিএনপি (সোনালী আঁশ) ও সামশুল হক চৌধুরী, স্বতন্ত্র (ঈগল)।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা, কর্ণফুলী)

সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, আওয়ামী লীগ (নৌকা); আবদুর রব চৌধুরী, জাতীয় পার্টি (লাঙ্গল); মকবুল আহম্মদ চৌধুরী, তৃণমূল বিএনপি (সোনালী আঁশ); মো. আরিফ মঈন উদ্দিন, বাংলাদেশ সুপ্রীম পার্টি-বিএসপি (একতারা); মৌলভী রশিদুল হক বিএসসি, বাংলাদেশ খেলাফত আন্দোলন (বটগাছ); মো. আবুল হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (মোমবাতি) ও সৈয়দ মো. হামেদ হোসাইন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (চেয়ার)।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ)

বর্তমান সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগ (নৌকা); সেহাব উদ্দিন মাহমুদ আবদুস সামাদ, ইসলামী ফ্রন্ট (মোমবাতি); মো. গোলাম ইসহাক খান, বিএনএফ (টেলিভিশন); মো. আইয়ুব, বিএসপি (একতারা); আবু জাফর মো. ওয়ালিউল্লাহ, জাতীয় পার্টি (লাঙ্গল); মো.আলী ফারুকী, তরীকত ফেডারেশন (ফুলের মালা); সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, স্বতন্ত্র (ট্রাক) ও আবুল হোসাইন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (চেয়ার)।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া)

বর্তমান সংসদ সদস্য আবু রেজা মু. নেজামুদ্দিন নদভী, আওয়ামী লীগ (নৌকা); সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব, স্বতন্ত্র (ঈগল); মো. ছালেম, জাতীয় পার্টি (লাঙ্গল); মো. আলী হোসাইন, ইসলামী ফ্রন্ট (মোমবাতি); সোলায়মান কাশেমী, কল্যাণ পার্টি (হাতঘড়ি); মো. হারুন, ইসলামী ঐক্যজোট (মিনার); মো. জসিম উদ্দিন, মুক্তিজোট (ছড়ি)।

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী)

বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, আওয়ামী লীগ (নৌকা); জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুজিবুর রহমান, স্বতন্ত্র (ঈগল); আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ কবির লিটন (ট্রাক); মো. খালেকুজ্জামান (বেঞ্চ); মু. মামুন আবছার চৌধুরী, এনপিপি (আম); মো. মহিউল আলম চৌধুরী, ইসলামী ফ্রন্ট (মোমবাতি); এম জিল্লুর করিম শরীফি, কংগ্রেস (ডাব); আবদুল মালেক, ইসলামিক ফ্রন্ট (চেয়ার); আশীষ কুমার শীল, ন্যাপ (কুঁড়েঘর) ও মো. শওকত হোসেন চাটগামী, ঐক্যজোট (মিনার)।

এদিকে প্রতীক বরাদ্দ পাওয়ার পর পর বিকেল থেকে নগর ও জেলায় প্রচার-প্রচারণায় মাঠে নামেন প্রার্থীরা। নির্বাচনী প্রচারণা চলবে আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোট অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply