৩০ এপ্রিল ২০২৪ / ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৪:৫৪/ মঙ্গলবার
এপ্রিল ৩০, ২০২৪ ৪:৫৪ অপরাহ্ণ

সীতাকুণ্ড ৫ যুবদল নেতা সহ গ্রেপ্তার ১৫

     

সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুণ্ডে যুবদলের ৫ নেতা ও ৮ জুয়াড়ি সহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আবু সিদ্দিক প্রকাশ বাল্লা (৪৫), ১নং সৈয়দপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বাবুল বাহাদুর শাস্ত্রী (৪৪), বাড়বকুন্ড ইউনিয়ন যুবদলের যুগ্ন সম্পাদক রেজাউল করিম সাদ্দাম, ইমরান হোসেন ও মোঃ আকবর। সীতাকুন্ড মডেল থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ জানান, সীতাকুন্ড থানা পুলিশ ২৬ মে রাতে বিশেষ অভিযান চালিয়ে নাশকতা মামলার পরোয়ানাভুক্ত আসামি ও ৮ জুয়াড়িসহ ১৫ জনকে গ্রেপ্তার করে কোর্টে প্রেরন করেছে। সীতাকুণ্ড থানা সূত্রে আরো জানা যায়, বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় পরোয়ানাভুক্ত আসামী যুবদল নেতা আবু সিদ্দিক বাল্লা ও বাবুল বাহাদুর শাস্ত্রীকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে বাড়বকুন্ড ইউনিয়নে নাশকতা মামলার পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামী রেজাউল করিম সাদ্দাম (৩২) সহ ৮ জুয়াড়ি‘কে অলিনগর গ্রামে জুয়া খেলার সময় গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য যে, আসামী রেজাউল করিম প্রকাশ সাদ্দাম এর বিরুদ্ধে সীতাকুন্ড মডেল থানায় বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইন সহ ৯টি মামলা আদালতে বিচারাধিন রয়েছে। যুবদল নেতা বাবুল বাহাদুর শাস্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইন সহ ৫টি মামলা আদালতে বিচারাধিন রয়েছে। আসামীদের  আদালতে প্রেরন করা হয়েছে। এ বিষয়ে সীতাকুন্ড উপজেলা যুবদলের পক্ষ থেকে ৫ যুব দল নেতাকর্মীকে জামিনে থাকা সত্বেও পুলিশ তাদেরকে গেপ্তার করায় তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের মুক্তির দাবী জানান। এদিকে যুবদল নেতাদের গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ কমল কদর ভূঁইয়া বলেন বিএনপির কারাবন্দী দলের যুগ্ন মহাসচিব অধ্যাপক আসলাম চৌধুরীর নির্দেশনায় দল যখন শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে ঠিক তখনই অপকৌশলের অংশস্বরূপ সম্পূর্ণ অন্যায় ভাবে এ গ্রেপ্তার অভিযান চালনো হচ্ছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply