২৮ নভেম্বর ২০২৩ / ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:০৭/ মঙ্গলবার
নভেম্বর ২৮, ২০২৩ ৬:০৭ অপরাহ্ণ

রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতার মতবিনিময়

 

     

খান ফাউন্ডেশনের উদ্যোগে রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতার মতবিনিময় সভা গতকাল ১৭ই মে সকালে হাটহাজারী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তার বেগমের সভাপতিত্বে চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশগ্রহণ করেন সিপিবি দক্ষিণ চট্টগ্রাম জেলার সভাপতি কানাই দাস, ন্যাশনাল পিপলস পার্টি চট্টগ্রামের সভাপতি মোঃ কামাল পাশা, ইলমার প্রধান নির্বাহী কর্মকর্তা নারীনেত্রী জেসমিন সুলতানা পারু, চট্টগ্রাম প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোহাম্মদ আইয়ুব আলী, বিশিষ্ট আইনজীবী এড দিল আফরোজ, বাংলাদেশ জাসদ বোয়ালখালীর সাধারণ সম্পাদক ওবায়দুল হক ন্যাশনাল পিপল পার্টি মহিলা শাখার সভাপতি কামরুল নেসা জেসি, সীতাকুÐ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সুরাইয়া বাকের, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য রওশন আরা রতœা, মীরসরাই যুব দলনেতা মেজবাউল আলম পারভেজ, জাতীয় পাটির সাংগাঠনিক সম্পাদক কে এম আবছার উদ্দীন রনি, প্রোগ্রাম কো অর্ডিনেটর ওমর খৈয়াম, এডভোকেসি এন্ড নেটওয়ার্কিং কো-অর্ডিনেটর ইসমত আরা ইয়াসমিন জেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর আসাদুজ্জামান লিওন, ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ ফারুক মিয়া, ফিল্ড কো-অর্ডিনেটর মোছাম্মৎ বিলকিস সুলতানা সহ ৪০ জন বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচিত ও সম্ভাব্য নারীর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এতে কারিগরি সহায়তায় ছিলেন হেলভেটাস বাংলাদেশ আর্থিক সহায়তায়-সুইচ এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কর্পোরেশন (এসডিসি)। সভায় বক্তারা বলেন প্রতিটি রাজনৈতিক দলের নেতৃত্বে ৩৩% নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারীদের তাদের যোগ্যতা অনুযায়ী রাজনৈতিক নেতৃত্বে আরো বেশি সুযোগ দিতে হবে। বর্তমান সরকার নারী বান্ধব,নারী উন্নয়ন ও নেতৃত্বে যুগোপযোগী কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতা আরো বেশি অগ্রগামী করতে রাজনৈতিক নেতৃত্ব নারীদের মেধা, মনন কাজে লাগানোর আহবান জানান।

শেয়ার করুনঃ

Leave a Reply