২৪ মার্চ ২০২৩ / ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ / বিকাল ৩:৩৬/ শুক্রবার
মার্চ ২৪, ২০২৩ ৩:৩৬ অপরাহ্ণ

মোস্তফা হাকিম কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করলেন সাবেক মেয়র এম. মনজুর আলম

     

মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠিত ও পরিচালিত উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম বিশ্বববিদ্যালয় কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিত ২০২৩ এর পুরস্কার বিতরণ ও ক্রীড়া উদ্বোধন অনুষ্ঠান ২ মার্চ ২০২৩ খ্রি. বৃহস্পতিবার, সকালে ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম’-এ অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় ফেস্টুন ও বেলুন উড়িয়ে খেলার শুভ সূচনা করেন তাহের গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব এম.এ. তাহের। নানা ইভেন্টে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দুপুর ১২টায়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও অত্র কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ¦ এম. মনজুর আলম। কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক আলহাজ¦ মোহাম্মদ সাইফুল আলম। আলোচনা করেন অত্র কলেজের উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, সিনিয়র শিক্ষকদের মধ্যে কাজী মাহবুবুর রহমান, আবু ছগীর, লায়লা নাজনীন রব সহ অন্যরা। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাবেক মেয়র আলহাজ¦ এম. মনজুর আলম বলেন, শেখ রাসেল মিনি স্টেডিয়ামটি সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত। এখানে খেলাধূলা, শরীর চর্চা, সংস্কৃতি চর্চা, ড্রাইভিং প্রশিক্ষণের ব্যবস্থা রাখা আছে। সুস্থ মন, সুস্থ দেহ, সুস্থ জীবনই আমাদের প্রত্যাশা। শিক্ষা, সহ শিক্ষা, চরিত্র গঠনের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক বিকাশই একমাত্র লক্ষ্য। সাবেক মেয়র আলহাজ¦ এম. মনজুর আলম স্মার্ট বাংলাদেশ গড়ার উপযোগী জ্ঞান অর্জন করতে শিক্ষার্থীদের পরামর্শ দেন। পরে তিনি নানা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
শেয়ার করুনঃ

Leave a Reply