২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৭:৩৬/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ৭:৩৬ পূর্বাহ্ণ

প্রেরণার উত্তরাধিকার লেখিকা রমা চৌধুরী

     

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে একাত্তরের জননীখ্যাত, বিশিষ্ট লেখক, সাহিত্যিক, বীর মুক্তিযোদ্ধা রমা চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকীর স্মরণ সভা সম্প্রতি বীর মুক্তিযোদ্ধা এম. আবু ছালেহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লেখক ও সংগঠক আলাউদ্দীন খোকন।

সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে আলোচনায় অংশ নেন কবি আশীষ সেন, শিক্ষক বিজয় শংকর চৌধুরী, কবি সজল দাশ, প্রণব রাজ বড়ুয়া, লেখক মনজুর আলম, সঙ্গীত শিল্পী সঙ্গীতা চৌধুরী, কানু রাম দে, সাংবাদিক সুমন বড়ুয়া, সবুজ চৌধুরী রকি, নিলয় দে প্রমুখ। প্রেরণার উত্তরাধিকার বীরাঙ্গনা রমা চৌধুরী। ‘একাত্তরের জননী’ খ্যাত রমা চৌধুরী। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে দুই ছেলেকে হারান। পুড়িয়ে দেওয়া হয় তার ঘর-বাড়ি। তবু জীবনযুদ্ধে হার মানেননি এ বীরাঙ্গনা। শুরু করেন নতুনভাবে পথচলা। লিখে ফেলেন ‘একাত্তরের জননী’, ‘এক হাজার এক দিন যাপনের পদ্য’ এবং ‘ভাব বৈচিত্র্যে রবীন্দ্রনাথ’ সহ ১৮টি বই। এসব বই বিক্রি করেই চলতো তার সংসার। তার ছেলেরা এই দেশের মাটিতে শুয়ে আছে দেখে পায়ে জুতা পরেননি এই মা। অর্থাভাবে কষ্টে দিন কাটাতেন কিন্তু কারো কাছ থেকে সাহায্য নেননি এই মহীয়সী নারী। নিজের বই বিক্রি করেই চলতো তার জীবন। যাঁর জীবনাদর্শ এখনো প্রজন্মের কাছে প্রেরণার বাতিঘর, উজ্জীবনের চেতনা।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply