২৪ মার্চ ২০২৩ / ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ / বিকাল ৩:২১/ শুক্রবার
মার্চ ২৪, ২০২৩ ৩:২১ অপরাহ্ণ

মিরসরাইয়ে কিশোরীকে ধর্ষণ চেষ্টায় যুবক দন্ডিত

     

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত আসামীর নাম মো. জসীম উদ্দিন (৪৫)। সে উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড পূর্ব খৈয়াছড়া গ্রামের মুন্সিপাড়ার আবুতাহের এর পুত্র।
বৃহস্পতিবার (১৫ সেপ্টম্বর) সকালে দন্ডপ্রাপ্ত আসামিকে কোর্টে প্রেরণকরা হয়েছে। এর আগে বুধবার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে সাজা দেওয়া হয়।
স্থানিয়রা জানান, ১২ বছরের ওই কিশোরী প্রাইভেট পড়ে বুধবার বিকালে বাড়ি যাওয়ার পথে একই বাড়ির জসীম তাকে মুখ চেপে ধরে খালের ঝোপের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই কিশোরী জসীমের সাথে প্রাণপন চেষ্টা করে নিজেকে রক্ষা করতে ছুলে পালানোর সময় পথচারীদের নজরে আসে। পথচারীরা তাকে আটক করে পুলিশে খবর পাঠালে পুলিশ তাকে আটক করে থানা হেফাজতে নেয়। পরের দিন বৃহস্পতি বার ভ্রাম্যমান আদালত বসিয়ে শিশু ধর্ষণ চেষ্টার অপরাধে জসিমকে সাজা দেয়।
মিরসরাই থানার উপ-পরিদর্শক মো. আল আমিন জানান, এক অভিভাবকের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার প্রমাণ পাওয়া যায়। তদন্ডে অভিযোগের সত্যতা পাওয়াগেলে অভিযুক্তকের গ্রেপ্তার করা হয়। পরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই পক্ষে বক্তব্য শুনে মো. জসীম উদ্দিন দোষী প্রমানিত হওয়ায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচ’শ টাকা জরিমানার আদেশ দেন। জরিমানা অনাদায়ে আরো ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন।

শেয়ার করুনঃ

Leave a Reply