২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১:৫৭/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ১:৫৭ পূর্বাহ্ণ

১১ দফার দাবিতে রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির বিক্ষোভ মিছিল ও জিএম’র সাথে বৈঠক অনুষ্ঠিত

     

 

বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ লোকমান হোসেন বলেন, রেলওয়ে একটি সরকারী সেবা মূলক প্রতিষ্ঠান রেলওয়েতে আউট সোসিং এর নামে ঠিকাদারের মাধ্যমে লোকবল নিয়োগের সিদ্ধান্ত প্রত্যাহার, নিয়োগ বিধি সংশোধন, পোষ্যকোঠা পূর্বের ন্যায় না করা পর্যন্ত সকল নিয়োগ প্রক্রিয়া স্থগিত রেখে অতীতের ন্যায় রেল কর্মকর্তাদের মাধ্যমে নিয়োগ কমিটি গঠন করে লিখিত পরীক্ষায় ৫০% নম্বর পেলেই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে। চাকুরীরতদের পদোন্নতির ক্ষেত্রে অতীতে যেভাবে রেলওয়ের কর্মকর্তাদের মাধ্যমে পদোন্নতি জটিলতা সৃষ্টি হতে পারে এমন পদোন্নতি প্রথা বাতিল করা সহ স্থায়ী কর্মচারীদের মত নিয়োগ পরীক্ষার মাধ্যমে পদায়নমূলকভাবে গেইটম্যান ও গেটকিপারদের অবিলম্বে স্থায়ীকরণ করতে হবে। অদ্য সকাল ১১ টায় বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল পরবর্তী পরবর্তী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহŸান জানান। বিক্ষোভ পরবর্তী শেষে রেলশ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বিক্ষোভ পরবর্তী সমাবেশে আরও বক্তব্য রাখেন উপদেষ্টা অরুন কুমার দাশ, সহ-সভাপতি শহিদুল ইসলাম শহিদ, অতিঃ সাধারন সম্পাদক গোকুল চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইমুম হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু সুফিয়ান, আন্তর্জাতিক সম্পাদক শামীম সাহারিয়ার পাপ্পু, মহিলা বিষয়ক সম্পাদিকা লুৎফা বেগম, সহ-দপ্তর সম্পাদক জাকির হাসান, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রকিবুল আলম সাজ্জী, সদস্য শফিকুল ইসলাম শফিক এবং এছাড়া চটগ্রামস্থ ১৪টি শাখার সভাপতি, সম্পাদক, লাকসাম শাখার সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ উক্ত বিক্ষোভ মিছিল পরবর্তীয় সভা শেষে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ লোকমান হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম পূর্বের জিএম মোঃ জাহাঙ্গীর হোসেনের সাথে জিএম কার্যালয়ে এক বৈঠকে মিলিত হয়ে ১১ দফা দাবী আদায়ে রেল প্রশাসনসহ রেলমন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বরাবরে একটি লিখিত আবেদন জানান।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply