২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১১:৪৩/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ১১:৪৩ পূর্বাহ্ণ

দিন শেষে চুলের যত্ন

     

সারা দিন কাজের প্রয়োজনে বাইরে থাকলে রোদ, ধুলায় ত্বক ও চুলের ক্ষতি হয়। দিনের পর দিন বাইরে ঘুরে কাজ করলে চুলের ওপর তাপ ও দূষণের প্রভাব পড়বেই। এতে চুল যেমন রুক্ষ হয়ে যেতে পারে তেমনই বাড়তে পারে চুল পড়ার সমস্যাও। সে সঙ্গে চলে যায় চুলের ঔজ্জ্বল্য। এক্ষেত্রে বাড়ি ফিরে নিজেই নিতে পারেন চুলের যত্ন। তিন ধরনের ঘরোয়া হেয়ার প্যাক বানিয়ে নিতে পারেন সহজেই। জেনে নিন সেগুলো কী কী। 

নারকেল তেল ও অ্যালোভেরা
নারকেল তেল আর অ্যালোভেরা জেল দিয়ে বানিয়ে ফেলা যায় একটি প্যাক। রোদের তাপে যদি ঔজ্জ্বল্য হারায় চুল, তবে এটি ব্যবহার করতে পারেন। তিন চা চামচ নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে তিন চা চামচ অ্যালোভেরা জেল। তারপর মিশ্রণটি ভালোভাবে চুল ও মাথার তালুতে মাখতে হবে। আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নেবেন। সপ্তাহে দুইবার করে এ প্যাক ব্যবহার করলে উপকার পাবেন। সবটুকু জানতে ক্লিক করুন

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply