২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১০:৩৪/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ১০:৩৪ পূর্বাহ্ণ

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ

     

দেশের সরকারি-বেসরকারি কলেজ ও মাদ্রাসায় একাদশ ও সমমান শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের অনলাইন আবেদনের সময়সীমা শেষ হচ্ছে আজ।

শনিবার (১৫ জানুয়ারি) রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত ভর্তির জন‌্য সাড়ে ১৪ লাখ শিক্ষার্থী আবেদন করেছেন বলে জানা গেছে।

সিদ্ধান্ত অনুসারে আবেদন প্রক্রিয়া শেষে তিন ধাপে ভর্তির ফল প্রকাশ ও ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এরপর আগামী ২ মার্চ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু করা হবে।

জানা গেছে, এবার একাদশ শ্রেণির আবেদনের ফল তিনটি ধাপে প্রকাশ করা হবে। প্রথম ধাপে ফল প্রকাশ করা হবে ১৯ ফেব্রুয়ারি। সর্বশেষ ফল প্রকাশ করা হবে ২৪ ফেব্রুয়ারি। ফলে ২৮ ফেব্রুয়ারির মধ্যেই ভর্তির সব প্রক্রিয়া শেষ হবে।সবটুকু জানতে ক্লিক করুন

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply